বিজয়ের মাসে টি-টোয়েন্টিতে বিজয়ের সেঞ্চুরি
জাতীয় দলে নিয়মিত মুখ না হলেও দেশের ক্রিকেটে জনপ্রিয় এনামুল হক বিজয়। বিজয় মাসে তার জন্ম। আরও স্পষ্ট করে বললে—মহান বিজয় দিবস তথা ১৬ ডিসেম্বর পৃথিবীর আলো দেখেছেন এই ওপেনার। একই মাসে আজ ১৭ ডিসেম্বর আরেকটি সাফল্য ধরা দিল তার ক্যারিয়ারে। দীর্ঘ ১১ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টিতে আজ দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এনামুল হক বিজয়।
মজার ব্যাপার হলো বিজয়ের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটিও ছিল এই ডিসেম্বর মাসেই। সেটি ছিল ২০১৩ সালে। এবার ১১ বছর পর ফের ডিসেম্বরেই আবারও পেলেন শতকের দেখা। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ মঙ্গলবার জাতীয় লিগ টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে শতক হাঁকিয়েছেন বিজয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৭ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন বিজয়। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৫ ছক্কায়।
বিজয়ের সেঞ্চুরিতে জিতেছে তার দল খুলনা। এদিন বিজয়ের ব্যাটে চড়ে তিন উইকেটে ১৮০ রান করে খুলনা। জবাব দিতে নেমে চার উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা বিভাগ। পাঁচ ম্যাচে এই নিয়ে দ্বিতীয় জয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল খুলনা। অন্যদিকে ঢাকার সমীকরণটা আরও কঠিন হয়ে উঠল।