বিজয়ের ফেরার দিনে তানজিমের প্রথম

পিএসলে অংশ নিতে নাহিদ রানা দল ছাড়ার পর অনেকটা নিশ্চিত হয়, দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন তানজিম হাসান সাকিব। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করা পেসার সাকিব এর আগে সাদা পোশাকে খেলেননি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার (২৮ এপ্রিল) অভিষেক হয়ে গেল সাকিবের।
অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের প্রথম উইকেটটি তুলে নিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। জাকের আলীর ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান দলটির ওপেনার ব্রায়ান বেনেটকে।
এর আগে সকালে সাকিবের মাথায় টেস্টের সবুজ টুপি পরিয়ে দেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। এর আগে লাল-সবুজ জার্সিতে ১০টি ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ২৫ উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে এই পেসারের।
চট্টগ্রাম টেস্টের একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রায় তিন বছর বিরতির পর জাতীয় দলে ডাক পেলেন তিনি। তাকে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে। একাদশে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকেছেন স্পিনার নাঈম হাসান।