তানজিমকে ব্যাটিংয়ে সাহস যোগান সালাউদ্দিন
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং নির্ভর উইকেটে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশকে হারিতে হয়েছে। ব্যাটাররা ব্যর্থ হলেও এই ম্যাচে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে রান এসেছে। ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংস খেলার পর তানজিম জানিয়েছেন তাকে ব্যাটিংয়ের নিয়মিত সাহস যোগান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
এই ম্যাচে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারানো বাংলাদেশ এদিন ৭৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর সপ্তম উইকেটের জুটিতে নাসুম আহমেদকে সাথে নিয়ে বাংলাদেশকে কিছুটা টেনে তোলেন তানজিম। তবে শেষ পর্যন্ত হার এড়াতে বাংলাদেশ।
আরও পড়ুন : বোলারদের চেষ্টার পরও হারল বাংলাদেশ
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তানজিম বলেন, ‘ব্যাটিংয়ে সালাউদ্দিন স্যার সবসময় অনেক বেশি বিশ্বাস রাখে আমার উপরে। উনি অনুশীলনে অনেক বেশি ব্যাটিং করায় আমাকে, যেটা আত্মবিশ্বাস দেয়। আমি চেষ্টা করি এবং যারা টিম ম্যানেজমেন্টে আছে, একদম প্লেয়ার্স থেকে শুরু করে কোচ, সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে তুমি রান করতে পারবা।’
আরও পড়ুন : সিরিজ জয়ের বিশ্বাস রাখছেন তানজিম
তানজিম মনে করেন শেষদিকে উইকেটে একজন সেট ব্যাটার থাকলে বাংলাদেশ মচটা জয় পেতে পারতো। তিনি বলেন, ‘তামিম খুব ভালো একটা শুরু পেয়েছিল। আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তো তাদের বিষয়ে আর বলার কিছু নাই। কিন্তু মিডল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে। আমি মনে করি, মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত।’
আরও পড়ুন : হারের কারণ হিসেবে যা বললেন লিটন
গতকাল সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টায়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১৬ রানে। ব্যাটিং ব্যার্থতায় হেরে যাওয়া ম্যাচের ফলাফলটা স্কোরবোর্ড থেকে দেখে নিতে পারেন…
আরও পড়ুন : হারের পর যা নিয়ে আক্ষেপ তানজিমের
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬*, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪*; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, তানজিম ৪-০- ৪৭-০, মুস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)
বাংলাদেশ : ১৯.৪ ওভারে ১৪৯/১০ (সাইফ ৮, তামিম ১৫, লিটন ৫, হৃদয় ২৮, শামীম ১, সোহান ৫, তানজিম ৩৩, নাসুম ২০, রিশাদ ৬, তাসকিন ১০, মুস্তাফিজ ১১*; আকিল ৪-০-২২-২, সিলস ৪-০-৩২-৩, পিয়েরে ৪-০-৩৩-১, হোল্ডার ৪-০-৩১-৩, শেফার্ড ৩.৪-০-২৯-১)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী।

স্পোর্টস ডেস্ক