তামিমের মাঠে ফেরা নিয়ে যা বলল হাসপাতাল কর্তৃপক্ষ

তামিম ইকবাল আবার সবার মাঝে ফিরে আসবেন, সোমবার সকালে এটি ছিল অলৌকিক ঘটনা। তবে, মৃত্যুর দুয়ার থেকে ফিরে তুলনামূলক দ্রুতই সেরে উঠছেন তামিম। আগের চেয়ে ভালো আছেন, স্বস্তি দেয় এই খবর। ভক্তরা অবশ্য জানতে চান, তামিম আবার কবে মাঠের খেলায় ফিরতে পারবেন?
এখনও হাসপাতালেই তামিম। চিকিৎসাধীন আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। যেতে পারেন দেশের বাইরেও। আপাতত তাই মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, তা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা বলতে পারবেন। সেই সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর বোঝা যাবে খেলা যাবে কি না।’
হার্ট অ্যাটাকের পর সেরে ওঠার প্রক্রিয়া চললেও তামিম মেনে নিতে পারছেন না, আকস্মিক এমন অবস্থা। রোগিদের ক্ষেত্রে এটি স্বাভাবিক মনে করেন শাহাবুদ্দিন। তামিমের জন্য একজন মনোবিদ রাখা হয়েছে বলে জানান তিনি।
শাহাবুদ্দিন বলেন, ‘তামিমের মানসিক অবস্থার উন্নতির জন্য আমরা একজন কাউন্সিলর রেখেছি। তিনি দেখবেন, কীভাবে বিষয়টিকে মানিয়ে নেওয়া যায়। তামিমের প্রশ্ন শুনবে, প্যানিক শুনবে, বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করবে। তার কথার প্রেক্ষিতে তাকে দিকনির্দেশনা দেওয়া হবে।’