লজ্জা এড়ানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচটি এখন তাই হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। সেই লক্ষ্যে আজ রোববার (১ জুন) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামবে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশের লক্ষ্য ছিল পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর। কিন্তু ব্যর্থ হয়েছেন লিটনরা। প্রথম ম্যাচে ৩৭ রানে হারের পরে দ্বিতীয় ম্যাচে হেরেছে ৫৭ রানে। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন ব্যাটাররা।
জয়ের বৃত্তে থাকা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানো সহজ হবে না বাংলাদেশের জন্য। পুরো সিরিজে পাকিস্তানি ব্যাটারদের কাছে নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশের বোলাররা। হাসান-রিশাদদের নির্বিষ বোলিংয়ের বিপরীতে আশা দেখাচ্ছিলেন শরীফুল ইসলাম। সেটিও নিভে গেছে। চোটের কারণে আজকের ম্যাচে খেলা হচ্ছে না তার।
স্বাভাবিকতভাবে পরিবর্তন আসছে শেষ ম্যাচের স্কোয়াডে। সিরিজ শুরুর আগে চোটে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে ডাকা হয়েছিল পেসার খালেদ আহমেদকে। আজকের ম্যাচে শরীফুলের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তাকে।
পরিবর্তন আসতে পারে আরও একটি জায়গায়। পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী ছিলেন পারভেজ হোসেন ইমন। দুই ম্যাচেই তিনি ব্যর্থ আস্থার প্রতিদান দিতে। প্রথম ম্যাচে ৪ রান এবং দ্বিতীয় করেন ৮ রান। ইমনের জায়গায় আজ একাদশে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
সিরিজজুড়েই ব্যর্থ ছিল বাংলাদেশের ব্যাটাররা। প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি স্বীকৃত কোনো ব্যাটার। দ্বিতীয় ম্যাচে ৯ নম্বরে নামা তানজিম হাসান সাকিবের হাফসেঞ্চুরি বাংলাদেশের একমাত্র অর্ধশতক। শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে ব্যাটারদের দায়িত্ব নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
বোলাররাও ছিলেন নির্বিষ। কোথায় বল করবেন তা যেন খুঁজে পাচ্ছিলেন না হাসান-রিশাদরা। প্রতি ম্যাচে উদার হয়ে রান বিলিয়েছেন তারা। শেষ ম্যাচে দায়িত্ব নিতে হবে তাদেরও। বোলারদের কষ্ট অবশ্য বাড়িয়েছেন ফিল্ডাররা। ক্যাচ হাতছাড়া করেছেন। প্রতি ম্যাচে পাকিস্তানি ব্যাটারদের সুযোগ করে দিয়েছেন তারা। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে উন্নতি করতে হবে সব বিভাগেই। দায়িত্ব নিতে ব্যাটার-বোলার-ফিল্ডার সবাইকে।
হারের স্মৃতিকে পেছনে ফেলে শেষ ম্যাচে সুযোগ দেখছেন অধিনায়ক লিটন। দ্বিতীয় ম্যাচ শেষে জানিয়েছিলেন, সবাই মিলে বসে সমস্যার সমাধান করে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।