মেসিকে নিয়ে আর্জেন্টিনা মাঠে নামছে কাল

বিশ্বকাপ বাছাইপর্বে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল শুক্রবার (৬ জুন) চিলির মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির এস্তাদিও হুলিযও মার্টিনেজ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আর্জেন্টিনার জন্য এই ম্যাচের গুরুত্ব সামান্য। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে নিজেদের স্থান নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা। তবে, ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে লিওনেল মেসির প্রত্যাবর্তনের কারণে।
প্রায় সাত মাস পর জাতীয় দলে ফিরছেন মেসি। তার অনুপস্থিতিতে আর্জেন্টিনা দল দারুণ পারফরম্যান্স দেখালেও, মেসির উপস্থিতি সবসময় দলের জন্য বাড়তি প্রেরণা এবং দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসে। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন মেসি। সুস্থ হয়েই তিনি এই ম্যাচে মাঠে নামছেন।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন। যেহেতু বিশ্বকাপের টিকিট নিশ্চিত, তাই তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ এটি। সঙ্গে মেসির ফেরা নিশ্চিতভাবে দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে।
অন্যদিকে, চিলির জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পেতে হলে তাদের প্রতিটি ম্যাচে ভালো ফল করতে হবে। স্বাগতিক হিসেবে ঘরের মাঠে আর্জেন্টিনার মতো শক্তিশালি দলের বিপক্ষে জয় তুলে নেওয়াটা সহজ হবে না। সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তারা।