দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

প্রথম ম্যাচে হারের পর সইতে হয়েছে সমালোচনা। সেই ক্ষত শুকানোর আগে আজ শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মিশনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারীরা নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ৪ উইকেট পাওয়া তাসকিন আহমেদ আজ নেই একাদশে। কেন তিনি নেই, জানানো হয়নি তার কারণ। তাসকিন ছাড়াও একাদশ থেকে জায়গা হারিয়েছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটারের জায়গায় দলে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ খেলতে নেমেছে ৩ পেসার নিয়ে। মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস ব্যাটালিয়ন সামলাবেন হাসান মাহমুদ। স্পিনে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানে অন্যরকম উন্মাদনা। সাম্প্রতিক দিনগুলোতে এটি পেয়েছে বাড়তি মাত্রা। দুদলের মুখোমুখি লড়াই কেবল ২২ গজে সীমাবদ্ধ থাকে না। বরং এটি হয়ে উঠেছে আভিজাত্য ও অহংয়ের লড়াই।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৭৭ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।