পাওয়ার প্লেতে ব্যাটিং বিপর্যয়ে বিপদে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। প্রথম টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করা বাংলাদেশ এইদিন প্রথম চারজন ব্যাটারকেই হারিয়েছে ৬ ওভারের মধ্যে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে তানজিদ হাসানের জায়গায় সুযোগ পেয়ে তা ঠিকভাবে কাজে লাগাতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ। ৭ বলে ৩ রান করে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার।
১.৩ ওভারে ফাহিম আশরাফের বল স্কুপ করে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠাতে গিয়ে ক্যাচ হয়ে ফিরেন নাঈম। ঠিকঠাকভাবে ব্যাটে বল লাগাতে না পারলে তা ব্যাটের কানা ছুঁয়ে মোহাম্মদ হারিসের গ্লাভসে চলে যায়।
এরপর ম্যাচের পঞ্চম ওভারেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২৫ রানে ৪ বলের ব্যবধানে দুই উইকেট হারায় বাংলাদেশ।
অধিনায়ক লিটন দাস ৯ বলে ১ চারে ৮ রান করে ফিরেন। ৪.১ ওভারে সালমান মির্জাকে ডিপ মিডউইকেটে উড়িয়ে মারতে গিয়ে হাসান নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
৪.৪ ওভারে তাওহিদ হৃদয় মিড অফে বল ঠেলে রান নিতে গেলে পাকিস্তান অধিনায়ক আঘা সালমানের সরাসরি থ্রোতে ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট ভাঙেন। পরে টিভি আম্পায়ারের সহায়তায় আউটের সিদ্ধান্ত আসে। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন এই ব্যাটার।
এরপর ৩ রানের ব্যবধানে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা ওপেনার পারভেজ হোসেনে আজ ১৪ বলে ১৩ রান করেছেন। এই ম্যাচে অভিষেক হওয়া পেসার আহমেদ দানিয়ালের বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
খেলা শুরুর আগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। খেলা শুরুর আগে দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা হয়েছে। পালিত হয়েছে এক মিনিটের নীরবতা।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন শরিফুল ইসলাম। ওপেনার তানজিদ হাসান তামিমকে বসিয়ে একাদশে আনা হয়েছে নাঈম শেখকে।
সিরিজ জয়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।