সিরিজের মাঝপথেই দুঃসংবাদ পেল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চোট যেনো পিছুই ছাড়ছে না ভারতের। সিরিজের মাঝপথেই আরেক দফা দুঃসংবাদ পেল ভারত। গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে চলমান টেস্টে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পন্থ। তখনই মনে হচ্ছিল, পন্থের চোট বেশ গুরুতর হবে। এবার স্ক্যানের পরে জানা গেলো সেটিই।
ভারতীয় এই উইকেটরক্ষকের পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়েছে। এতে চলতি ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট তো বটেই, পরের ম্যাচেও পন্থের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামের প্রয়োজন পন্থের।
গতকাল টেস্টের প্রথম দিন ইংলিশ পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পন্থ। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হন তিনি। ওকসের ইয়র্কার ডেলিভারিটি আঘাত করে তার বুটে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুকড়ে ওঠেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার।
সেসময় টেলিভিশনে দেখা যায়, পন্থের ডান পায়ের পাতায় একটি জায়গায় ফুলে গেছে। সেখান থেকে রক্ত ঝড়তেও দেখা যায়। পরে গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।
পন্থ যে আর এই টেস্টে মাঠে নামতে পারবেন না গতকাল দিনশেষে সংবাদ সম্মেলনে এসে এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আট বছর পরে টেস্ট খেলতে নামা ইংলিশ স্পিনার লিয়াম ডসন আর ভারতীয় ব্যাটার সাই সুদার্শান। লিয়াম ডসন বলেন, ‘আমি পান্তের এই ম্যাচে আর খেলার সম্ভাবনা দেখছি না।’ আর সাই সুদার্শান বলেছিলেন, ‘নিশ্চিতভাবেই সে খুব ব্যথা পেয়েছে।’
চলতি সিরিজে এর আগেও একবার চোট পেয়েছিলেন ভারতের সহ-অধিনায়ক পন্থ। লর্ডস টেস্টে কিপিং করার সময় তর্জনীতে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর আর লর্ডস টেস্টে কিপিং করেননি তিনি। তার জায়গায় সেই দায়িত্ব পালন করেন ধ্রুভ জুরেল। এ ম্যাচেও জুরেলকে দেখা যেতে পারে কিপিং করতে।