ট্রফি নিয়ে পালিয়ে গেছে ওরা : সূর্যকুমার

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের নাটকীয়তা যেনো শেষ হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতকে ট্রফি না দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আগেই বলেছেন তিনি তার ক্রিকটে ক্যারিয়ারে এমন কিছু আগে কখনও দেখেননি। এবার ম্যাচ-পরবর্তী উপস্থাপনার নাটকীয়তা নিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ভারতের অধিনায়ক।
সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছেন, ভরতীয় দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য কাউকে অপেক্ষা করায়নি বরং ট্রফি নিয়ে পালিয়ে গেছে ওরা।
এশিয়া কাপ ২০২৫ ফাইনালে রোববার দুবাইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এ বছরের টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের বাকি দুটি ম্যাচের মতোই, এই ম্যাচের পরেও বিতর্ক তৈরি হয়।
চ্যাম্পিয়ন হলেও ট্রফি ছাড়াই উদযাপন করে ভারত, আর এখান থেকেই বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি — যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
ফাইনাল ম্যাচ শেষে উপস্থাপনা অনুষ্ঠান দেরিতে শুরু হয়। সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা ড্রেসিং রুমে দরজা বন্ধ করে বসে ছিলাম না। আমরা কাউকে অপেক্ষা করাইনি। ট্রফি নিয়ে পালিয়ে গেল তারা— আমি এটা দেখেছি। কেউ কেউ আমাদের ভিডিও করছিল, কিন্তু আমরা তখন মঞ্চের নিচে দাঁড়িয়ে ছিলাম। আমরা ভেতরে যাইনি।’
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, আগে সিদ্ধান্ত হয়েছিল সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন। কিন্তু পাকিস্তান দলের খেলোয়াড়রা তাদের মেডেল নেওয়ার পর অধিনায়ক সালমান আগা রানার-আপ চেক নেন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। এরপরই উপস্থাপক সায়মন ডুল ঘোষণা করেন, ভারত দল ট্রফি নিতে উঠবে না। তখন মোহসিন নাকভিও স্টেডিয়াম ছেড়ে চলে যান।
ভারতের অধিনায়ক জানিয়েছেন এটা সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ডর সিদ্ধান্ত নয়, এটা তাদের নিজেদের সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে সূর্যকুমার বলেন, ‘প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেই — পুরো টুর্নামেন্ট জুড়ে সরকার বা বিসিসিআই পক্ষ থেকে আমাদের কাউকে কিছু বলা হয়নি যে, কেউ যদি আমাদের ট্রফি দেয়, তাহলে আমরা তা নেব না। এই সিদ্ধান্ত আমরা নিজেরাই মাঠে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তারা (এসিসির কর্মকর্তারা) মঞ্চে দাঁড়িয়ে ছিল, আর আমরা নিচে। আমি দেখেছি তারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু ঠিক কী কথা হচ্ছিল, তা জানি না। তখন গ্যালারি থেকে কিছু লোক চিৎকার শুরু করে। এরপর দেখি, ওদের এক প্রতিনিধি ট্রফি নিয়ে দৌঁড়ে চলে গেলেন।’
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড মহসিন নকভির ট্রফি নিয়ে চলে যাওয়ার ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে।