পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের চাই ১৭৯ রান

প্রথম দুই ম্যাচের উইকেট নিয়ে অসন্তোষ ছিল পাকিস্তানের। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর হতাশা ঝেড়েছিলেন সফরকারী কোচ। তবে, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সেই সুযোগ নেই। সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। আজ বৃহস্পতিবারের (২৪ জুলাই) ম্যাচটি পাকিস্তানের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। মান বাঁচানোর ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে তারা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৭৮ রান।
বাংলাদেশ এদিন বিলাসিতা দেখায় একাদশ নির্বাচনে। আগের ম্যাচের একাদশ থেকে পাঁচজনকেই বসিয়েছে দল। পাকিস্তান লুফে নিয়েছে সুযোগ। উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ৭.৫ ওভারে করেন ৮২ রানের জুটি।
আইয়ুবকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেটের মুখ দেখান নাসুম আহমেদ। ১৫ বলে ২১ রান করে শামীম হোসেন পাটোয়ারীর তালুবন্দি হন তিনি। ফারহানও শিকার হন নাসুমের। ৪১ বলে ৬৩ রান করে ক্যাচ দেন শেখ মেহেদি হাসানের হাতে। এক ম্যাচ পর একাদশে ফিরে তাসকিন আহমেদ বিদায় করেন মোহাম্মদ হারিসকে। ১৪ বলে ৫ রান করে নাসুমের ক্যাচে পরিণত হন হারিস।
শুরুতে যে গতিতে রান তুলছিল পাকিস্তান, তাতে কিছুটা হলেও লাগাম টানেন বাংলাদেশি বোলাররা। হাসান নাওয়াজ ঝড় তোলার আভাস দিয়েছিলেন। ১৭ বলে ৩৩ রান করার পর তাকে মেহেদির ক্যাচ বানিয়ে থামান শরিফুল ইসলাম। মোহাম্মদ নাওয়াজও শেষ দিকে দ্রুত রান তুলতে চেয়েছেন। ১৬ বলে ২৭ রান করে তাসকিনের ভয়ংকর হয়ে ওঠা ফাহিম আশরাফকেও। পাকিস্তান অবশ্য ততক্ষণে লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন তিন উইকেট। দুই উইকেট পান নাসুম আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (সাহিবজাদা ৬৩, সাইম ২১, হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, তালাত ১, মোহাম্মদ নাওয়াজ ২৭, ফাহিম ৪, সালমান ১২*, আব্বাস আফ্রিদি ০*; মাহেদি হাসান ৩-০-৩৬-০, শরিফুল ৪-০-৩৯-১, তাসকিন ৪-০-৩৮-৩, নাসুম ৪-০-২২-২, সাইফউদ্দিন ৪-০-২৮-১, মিরাজ ১-০-১৪-০)