বিয়ে করছেন রোনালদো, পাত্রী কি জর্জিনাই?
 
ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার ব্যক্তিগত জীবনেও এক নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন। দীর্ঘ আট বছর প্রেমের পর অবশেষে মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি। গতকাল সোমবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রদ্রিগেজ তাদের এই সম্পর্কের নতুন অধ্যায়ের ঘোষণা দেন।
ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার সব জীবনে।’ বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি দিয়েছেন জর্জিনা। এর আভিজাত্য যেমন সবার নজর কেড়েছে, তেমনই আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও। পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের কাছ থেকে শুভেচ্ছাবার্তা আসতে থাকে।
৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’
২০১৬ সালে মাদ্রিদে জর্জিনার সঙ্গে প্রথম দেখা হয় রোনালদোর। সেখান থেকেই শুরু হয় সম্পর্ক। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন।
রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের চার সন্তান রয়েছে। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও, একই বছর তাদের কন্যা আলানা মার্টিনার জন্ম হয়। এরপর ২০২২ সালে জন্ম নেয় তাদের আরেক কন্যা বেলা। তবে দুর্ভাগ্যজনকভাবে, বেলার যমজ ভাই জন্মের সময়ই মারা যায়।
এছাড়া রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রও তাদের সঙ্গেই থাকেন। ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে।
জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে লোকেশন হিসেবে ট্যাগ করা ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ। রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-নাসেরের হয়ে খেলছেন। গত মৌসুমে তিনি ক্লাবটির হয়ে ৩০টি লিগ ম্যাচে ২৫ গোল করেন।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
