মাঠে নামার আগে সুখবর পেলেন লিটনরা

ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। এর আগে আইসিসি থেকে সুসংবাদ পেলেন অধিনায়ক লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন। বিপরীতে দুঃসংবাদ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) পুরুষদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই উঠে এসেছে এই তথ্য।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ছয় ধাপ এগিয়েছেন লিটন। বর্তমানে ৪১ নম্বরে আছেন তিনি। তিন ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন জাকের। এক ধাপ এগোনো ইমন আছেন ৭০ নম্বরে। অন্যদিকে, তিন ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে আছেন তামিম। পেছালেও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার আগে।
ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচেই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন অধিনায়ক লিটন। শেষ ম্যাচে ৭৩ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন তিনি। জাকের আলী বেশ ভালো করেছেন ডাচদের বিপক্ষে। শেষ ম্যাচে ১৩ বলে ২০ রানের ইনিংস খেলেছেন তিনি। সেই ইনিংসের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে।
শেষ ম্যাচের একাদশে না থাকলেও বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে এখন কাটারমাস্টার।
এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন স্পিনার শেখ মেহেদি। তিন ধাপ পিছিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। বর্তমানে তিনি আছেন ২৪ নম্বরে। ৮ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। আগের মতোই ২৫ নম্বরে আছেন তাসকিন আহমেদ।