হংকংয়ের বিপক্ষে যেকোনো মূল্যে জিততে চান মিতুল

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছিল অনুশীলনের প্রথম দিন। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গোলরক্ষক মিতুল মারমা বলেছেন, যেকোনো মূল্যে এই ম্যাচ জিততে চান তারা।
বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যেই হংকং ম্যাচের প্রস্তুতি সারতে হয়েছে বাংলাদেশকে। নেপালে দুই ম্যাচ খেলতে গেলেও মাঠে নামতে পেরেছে একটি ম্যাচে। আরও বেশি ম্যাচ খেললে প্রস্তুতিটা আরও ভালো হতে বলে মনে করেন মিতুল। তবে আফসোস করতে চান না তিনি।
মিতুল বলেন, ‘আমরা যদি আরও বেশি ম্যাচ খেলতে পারতাম, আমাদের জন্য ইতিবাচক হতো। যেহেতু খেলতে পারিনি, সেটা নিয়ে কোনো অভিযোগ নেই। শুরু থেকে আমরা হংকং ম্যাচ ঘিরে প্রস্তুতি নিচ্ছিলাম। লিগ বা যেখানেই বলি আমরা নিজেদের দিকে ফোকাস রেখেছিলাম, যেহেতু আমাদের এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের হাতে যেটুকু সময় আছে, ওইটুকুতে নিজেদের ঝালিয়ে নিয়ে সেরাটা দিতে চাই।’
মিতুলদের জন্য কাজটা মোটেই সহজ হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশের চেয়ে বেশ খানিকটা এগিয়ে হংকং। তিনি বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিফাই করতে হলে আমাদের এ দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কোন দল র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে সেটা আমরা দেখতে চাচ্ছি না। আমাদের মেইন ফোকাস হচ্ছে, যেভাবেই হোক জিততে হবে।’
অক্টোবরেই হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি আগামী ৯ অক্টোবর বাংলাদেশে। আর দ্বিতীয়টি ১৪ অক্টোবর হংকংয়ে। দুই ম্যাচেই ফলাফল নিজেদের পক্ষে রাখার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।
মিতুল বলেন, ‘প্রথমত আমাদের সব পজিশনে প্রতিদ্বন্দ্বিতা বেশি। এখানে খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই। সবাইকে প্রমাণ করে থাকতে হবে। আমি আমার সর্বোচ্চটুকু দেবো। হংকংয়ের বিপক্ষে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলিনি। তাদের শেষ ম্যাচগুলো দেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। যেহেতু পরপর দুটি ম্যাচ খেলব। হোম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব দুই ম্যাচই ফল যাতে পক্ষে থাকে।’
চোটের কারণে নেপালের বিপক্ষে সেই ম্যাচে খেলতে পারেননি মিতুল। তার পরিবর্তে জাতীয় দলে অভিষেক হয়েছেন মোহাম্মদ সুজনের। এ ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করার পরিকল্পনা জাতীয় দলের এই গোলরক্ষকের।
মিতুল বলেন, ‘আসলে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। ছোটখাটো কোনো চোটের কারণে হয়তো ম্যাচের পরিকল্পনায়… এটা স্বাভাবিক। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি হংকং ম্যাচের জন্য। নেপালের বিপক্ষে যেহেতু খেলতে পারিনি, আমি চাইব হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে ভালো কিছু করার।’