বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের বোলাররা নিজেদের প্রমাণ করছেন দিন দিন। গেল এশিয়া কাপে বোলাররা উজাড় করে দিয়েছিলেন। এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তুলেছে আফগানিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন রশিদ খান। দুই ওপেনার অবশ্য বেশিদূর যেতে পারেননি। ২৫ রানে আফগানরা হারায় প্রথম উইকেট। ওপেনার ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন নাসুম আহমেদ। জাদরানের ব্যাট থেকে ১০ বলে আসে ১৫ রান। ১২ বলে ১০ করে আরেক ওপেনার সেদিকউল্লাহ অতল ধরা পড়েন পারভেজ হোসেন ইমনের হাতে, বোলার তানজিম হাসান সাকিব।
আফগানদের রানের চাকা সচল রাখেন রহমানউল্লাহ গুরবাজ। ৩১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪০ রান করেন গুরবাজ। তাকেও বিদায় করেন সাকিব। একপ্রান্তে আফগানদের আসা-যাওয়ার মিছিল অব্যাহত থাকে।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানিস্তানের সংগ্রহ দেড়শ পর্যন্ত যায় মোহাম্মদ নবীর ব্যাটে চড়ে। তাসকিন আহমেদের বলে রিশাদ হোসেনের তালুবন্দি হওয়ার আগে নবী খেলেন ২৫ বলে ৩৮ রানের ঝলমেলে ইনিংস, সাজান একটি চার ও ৪টি ছক্কায়। তাতে আফগানরা পায় লড়াই করার পুঁজি।
বাংলাদেশের পক্ষে সাকিব ও রিশাদ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান তাসকিন, নাসুম ও মুস্তাফিজ।