নারী ফুটবলে আবারও বনমাতির ইতিহাস
নারীদের ফুটবলে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চলেছেন আইতানা বনমাতি। স্পেন ও বার্সেলোনার তারকা এই ফুটবলার জিতেছেন ২০২৫ এর ফিফা নারী বর্ষসেরা ফুটবলার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারে অনুষ্ঠিত ফিফার গালা নাইটে বনমাতির হাত তুলে দেওয়া ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন বনমাতি। এর আগে এমন কীর্তি গড়তে পারেননি আর কোনো নারী ফুটবলার।
সেরাদের সেরা হয়ে ইনস্টাগ্রামে বনমাতি লেখেন, ‘এরচেয়ে বেশি খুশি কিছুতেই হতে পারতাম না। কোচ, খেলোয়াড়, ভক্তরা মিলে টানা তৃতীয়বার আমায় বর্ষসেরা করেছে। অ্যাওয়ার্ডের জন্য ফিফাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার দল, সতীর্থ ও সেসব মানুষদের, যারা আমাকে সমর্থন জুগিয়ে আসছে।’
প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার মেয়েদের বর্ষসেরার পুরস্কার জিতেছেন বনমাতি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ২০টি গোল ও ১৬টি অ্যাসিস্ট করে জিতেছেন লিগা এফ, কোপা দে লা রেইনা এবং স্প্যানিশ সুপার কাপ শিরোপা। এর আগে ২০২৩-২০২৪ মৌসুমেও ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন বার্সেলোনা তারকা।
ফিফা দ্য বেস্টের মতো ব্যালন ডি’অরের শ্রেষ্ঠত্বও তিন বছর ধরে বনমাতির দখলে।

স্পোর্টস ডেস্ক