জয়ের লক্ষ্যে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচনাটা হয়েছে দারুণ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তির বিচারে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ইংল্যান্ড, সর্বশেষ আসরের রানার্সআপ তারা। তবে নিগার সুলতানা জ্যোতির দলও বেশ আত্মবিশ্বাসী, জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।
নারী ওয়ানডে বিশ্বকাপে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে ইংলিশরা। লড়াইটা তাই কঠিন হলেও, বিশ্বমঞ্চে এবার নিজেদের প্রমাণের সুযোগ নিগারদের সামনে।
ম্যাচের আগের দিন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এই মঞ্চ আমাদের সামর্থ দেখানোর জায়গা। যেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো আমাদের বিপক্ষে খেলতে আগ্রহী হয়।’
দুই দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ইংল্যান্ড প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়েছে। আর বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় এসেছে দারুণ বোলিং পারফরম্যান্সে। পেসার মারুফা আক্তার প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের গতিপথ ঠিক করে দেন। ভারতের প্রস্তুতি ক্যাম্পেও তিনি ছিলেন দারুণ ছন্দে। নতুন বলে সুইং করানোর পাশাপাশি তার গতি ইংল্যান্ডের ওপেনারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ বরাবরই শক্তিশালী, তবে স্পিন সহায়ক কন্ডিশন হলে বাংলাদেশের বোলিং আক্রমণ তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা তুলে নিয়েছেন ৮ উইকেট। স্বর্ণা-নাহিদারা আজও জ্বলে উঠে কঠিন পরীক্ষায় ফেলতে পারে ইংলিশ ব্যাটারদের।
উপমহাদেশীয় কন্ডিশনে ব্যাটিংয়ে কীভাবে মানিয়ে নেওয়া যায়, তা নিয়ে কথা বলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিন।
ডিন বলেন, ‘উপমহাদেশীয় কন্ডিশনে অতিরিক্ত স্পিনের সুযোগ থাকে। তাই চেষ্টা করছি যেন স্পিনের সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করতে পারি এবং সব ধরনের অপশন ব্যবহার করতে পারি। আমি প্রচুর সুইপ শট, রিভার্স সুইপ অনুশীলন করছি—যদিও এগুলো হয়তো মাঠে ততটা ব্যবহার না-ও হতে পারে, তবে আমি প্রস্তুত থাকছি যাতে প্রয়োজনে সফলভাবে প্রয়োগ করতে পারি।’
অন্যদিকে নিগার সুলতানা বলেন, ‘আমাদের অ্যানালিস্টদের মাধ্যমে তাদের সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা আমাদের ‘এ’ গেম খেলতে চাই, শুধুমাত্র নাম দেখে নয়। চেষ্টা করব কম ভুল করতে এবং পাকিস্তানের বিপক্ষে জয় থেকে আত্মবিশ্বাস নিতে।’
প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, পাকিস্তান ম্যাচের আত্মবিশ্বাস আর স্পিন-বোলিং শক্তিকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।