প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশের সবচেয়ে প্রিয় সংস্করণ বলা হয় ওয়ানডেকে। ক্রিকেটের এই সংস্করণে অনেক বাঘাবাঘা দলকেও পরাস্ত করেছে বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রিয় ওয়ানডের রঙিন পোশাকের রঙ হারিয়েছে টাইগাররা। চলতি বছরে ৬ ম্যাচ খেলে হেরেছে চারটিতে। জয় মাত্র একটি ম্যাচে।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের জুলাই মাসে। সেই সিরিজ দিয়েই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নতুন যুগের সূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য প্রথম সিরিজটি রাঙাতে পারেননি মিরাজ। তার দল শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।
আজ আবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে অনেকের মনেই প্রশ্ন ওঠতে পারে, প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
ওপেনিং জুটি মোটামুটি ঠিক হয়েই আছে, তানজিম হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনকে দেখা যেতে পারে এই পজিশনে। তিন নম্বরে নামতে পারেন টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় আসা সাইফ হাসান। সেক্ষেত্রে নাজমুল হাসেন শান্তকে দেখা যেতে পারে চার নম্বরে।
সাইফ হাসানের অবশ্য মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতাও আছে। তবে তিনি সেখানে খেললে বাংলাদেশের টপঅর্ডারের তিন ব্যাটারই হবেন বাঁহাতি। তাই কম্বিনেশন মেলাতে তিন নম্বরেই খেলতে পারেন সাইফ। ফলে সেই কম্বিনেশন মেলাতে হলেও ওয়ানডে অভিষেক ঘটতে যাচ্ছে সাইফের।
অধিনায়ক হিসেবে অটোচয়েস মিরাজ। এরপর বাকি মিডল অর্ডারে বাকি থাকে দুটি পজিশন। যেখানে লড়াই করতে হবে চার ব্যাটারকে- তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান।
যদিও অফফর্মের কারণে টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ পায়নি হৃদয়। তবে সর্বশেষ দুই ওয়ানডেতে ফিফটি করেছেন তিনি। জাকেরও সর্বশেষ ছয় ওয়ানডের তিনটিতে ফিফটি করেছেন। তাই এই দুজনের জায়গা পাওয়ার সম্ভাবনাই বেশি। ফলে একাদশে জায়গা হচ্ছে না সোহান আর শামীমের।
শ্রীলঙ্কা বিপক্ষে সেই ওয়ানডে সিরিজের পরিসংখ্যান বলছে, বাঁহাতি স্পিনার হিসেবে একাদশে সুযোগ পাবেন তানভীর ইসলাম। সেই পুরো সিরিজ জুড়েই লঙ্কানদের হুঙ্কার দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে পাঁচ শিকার ধরেছিলেন। তাই আফগানদের বিপক্ষেও তিনিই খেলবেন বলে ধারণা।
পেস বোলিংয়ে নেতৃত্বে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে দলে থাকতে পারেন তানজিম হাসান। কাউকে বিশ্রাম দিলে সুযোগ মিলতে পারে হাসান মাহমুদ বা নাহিদ রানার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।