আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত সংস্করণে আফগানদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ভিন্ন ফরম্যাটে একই লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে দুই দল। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ।
আজ বুধবার (৮ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
পরিসংখ্যানে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১১টি ম্যাচে। বিপরীতে আটটিতে জিতেছে আফগানরা।
তবে সিরিজের হিসাবে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারছে না। পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, যেখানে দুটি করে জিতেছে দুই দলই।
টস জিতে অধিনায়ক মিরাজ বলেন, ‘উইকেট ভালো দেখে ভালো মনে হচ্ছে। এখানে ২৮০ রান ভালো সংগ্রহ হতে পারে। টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো খেলেছি এবং সেই ধারা অব্যাহত রাখতেই চাই। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক দিন পর আমরা ওয়ানডে খেলছি, তাই সবাই উৎসাহী। সাইফের আজ ওয়ানডেতে অভিষেক হচ্ছে।’
ওয়ানডে সংস্করণটা বাংলাদেশের প্রিয় সংস্করণ। তবে সাম্প্রতিক সময়ে প্রিয় এই ফরম্যাটেও সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। মিরাজের নেতৃত্বে নতুনভাবে শুরু করা বাংলাদেশের লক্ষ্য দুঃসময় পেছনে ফেলে আবারও ছন্দে ফেরা।