জাকের দারুণ ছন্দে ছিল, এখনো তো মনে হয় ভালোই খেলছে : হৃদয়

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় শারজাহতে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে মিরাজ-হৃদয়রা। ৫৩ রানেই ৩ উইকেট হারানো দলকে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ মিলে ১০১ রানের জুটি গড়ে কিছুটা সামাল দেন। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন জাকের আলী অনিক। তবে সংবাদ সম্মেলনে হৃদয়ের কথায় তাকে সমর্থন দিতেই দেখা গছে।
জাকেরের এমন অফ ফর্মের সময়ও হদয় তাকে সমর্থন দিয়েছেন তার আগের ইনিংসগুলোর কথা টেনে। সেখানে সর্বশেষ ৫ ইনিংসে ভারতের বিপক্ষে ৬৮, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫, এরপর শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডেতে যথাক্রমে ৫১, ২৪ ও ২৭ রান করেছেন। যে কারণে জাকের ছন্দে আছে বলেই মনে করেন হৃদয়।
হৃদয় বলেন, ‘দারুণ ছন্দে ছিল, এখনো তো মনে হয় ভালোই খেলছে। গত ওয়ানডে ইনিংসগুলো যদি দেখেন আমার মনে হয় সে (জাকের) ভালো ছন্দে আছে। আমার কাছে মনে হয় আপনাদের সমস্যা হচ্ছে একটা ফরম্যাটের সঙ্গে আরেকটা ফরম্যাট তুলনা করেন।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৬ বলে ১০ রান করে রশিদ খানের বলে এলবিডাব্লু হয়ে ফিরেছেন জাকের। সম্প্রতি তার ব্যাট থেকে রান আসছে না। এর আগে টি-টোয়েন্টিতে সর্বশেষ ৫ ইনিংসে তার ব্যাট থেকে রান এসেছে মাত্র ৫৭।
ম্যাচ পরবর্তী জাকেরকে নিয়ে হৃদয় বলেন, ‘আমার মনে হয় সে যথেষ্ট ভালো অবস্থায় আছে। হ্যাঁ একটা খেলোয়াড় সবসময় ভালো খেলে না। এটা বিশ্বের যত বড় খেলোয়াড়ই হোক। কখনো ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে না।’
তবে ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতার দয়টা এড়িয়ে যাননি হৃদয়। তিনি নিজেও মনে করেন ব্যাটাররা এই ম্যাচে ব্যর্থ হয়েছে। তবে সমানের ম্যাচগুলোতে ভালো খেলার আশা ভালো কিছুর আশা করছেন তিনি।
হৃদয় বলেন, ‘আমি মনে করি অবশ্যই আমাদের ব্যাটারদের এখানে ব্যর্থতা। ৫০ ওভার আমরা অনেকগুলো ম্যাচ খেলতে পারিনি। এটা আসলে কোন দলের জন্য ভালো দিক না। আমার মনে হয়ং আমরা যারা ব্যাটার আছি আমাদের এখান থেকে ২-১ জন খেলাটা শেষ করলে আরও ভালো হবে। আশা করছি সামনের ম্যাচগুলোতে এই জিনিস থেকে আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ।’