নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হারলেও দুটি ম্যাচেই বাংলাদেশের মেয়েরা দারুণ খেলেছে। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে নিগার-নাহিদাদের লক্ষ্য এবার নিউজিল্যান্ডকে হারানো। এই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন।
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার (১০ অক্টোবর) গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২২ সালে দুটো ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তারা। তবে গুয়াহাটির স্পিন-বান্ধব কন্ডিশনে এবারে বাড়তি সুবিধা পেতে পারে নাহিদা-ফাহিমারা। মূলত বাংলাদেশের বোলাররাই দুই ম্যাচেই ব্যবধান গড়ে দিচ্ছেন।
এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টুর্নামেন্টে জয়হীন দুই দলের একটি নিউজিল্যান্ড। স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশের বিপক্ষে আজও তাদের কঠিন পরীক্ষা দিতে হতে পারে।