দুই গোলের লিড নিয়েও হারল ব্রাজিল

কার্লো আনচেলত্তির অধীনে ভালোই চলছিল ব্রাজিল। আগের ম্যাচেও দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। পরের ম্যাচেই হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে আনচেলত্তির শিষ্যরা।
জাপানের বিপক্ষে দাপুটে শুরুই করেছিল ব্রাজিল। গোল পেতে খুব বেশি সময় লাগেনি তাদের। ম্যাচের ২৬ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন ডিফেন্ডার পাওলো হেনরিকস। ব্রুনো গিমাইরেসের পাস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন তিনি।
৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। লুকাস পাকুয়েতার যোগান থেকে স্বাগতিকদের জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন আর্সেনালের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই এক গোল পরিশোধ করে দেয় জাপান। ৫২ মিনিটে মিনামিনো খুঁজে নেন জাল। এরপর ম্যাচের ৫৭ মিনিটে তিনটি পরিবর্তন আনে আনচেলত্তি। এর ৫ মিনিট পরই নাকামুরার গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা।
৭১ মিনিট জাপানের হয়ে জয় সূচক গোলটি করেন উয়েদা। এরপর বাকি সময় লো-ব্লক ডিফেন্সে ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় জাপান। আনচেলত্তির অধীনে দ্বিতীয় ম্যাচে হার দেখল ব্রাজিল।