আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে জয়, ইংল্যান্ডকে চোখ রাঙানি কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হেরে যাওয়া- বিশ্বকাপে সময়টা খারাপ যাচ্ছে না বাংলাদেশের। তবে এবার মুখোমুখি হতে হচ্ছে কঠিন পরীক্ষার। নিজেদের পঞ্চম ম্যাচের বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। অসি নারীদের বিপক্ষে বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও সনি-১ এ।
নিজেদের সর্বশেষ ম্যাচেও দারুণ করেছিল বাংলাদেশ। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই জমিয়ে তুলেছিল নিগার সুলতানা জ্যোতিরা। ব্যাটিংয়ের যে দুর্বলতা দেখা যাচ্ছিল, সেখানেও কিছুটা প্রলেপ পড়েছিল। একটা সময় জয় হাতের নাগালেই মনে হচ্ছিল, তবে শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি বাংলাদেশের হাতে।
যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন নিয়ে মাঠা নামাট একপ্রকার বিলাসিতাই বলা যায়। তবে ভালো ক্রিকেট খেলার আশা করা মোটেও বেশি কিছু নয়। অসিদের বিপক্ষে চোখে চোখ রেখে বাংলাদেশ লড়াই করতে পারে কি না সেটিই দেখার বিষয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন কেনো বিলাসিতা সেটির প্রমাণ অস্ট্রেলিয়া নিজেই। বিশ্বকাপের ১৩তম আসর চলমান। এর মধ্যে ৭ বারের চ্যাম্পিয়নই অসিরা। বর্তমান চ্যাম্পিয়নও তারাই। বিপরীতে, বাংলাদেশ খেলছেই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ।
পয়েন্ট টেবিলেও অস্ট্রেলিয়ার অবস্থানও বেশ ভালো। ইংল্যান্ডের বিপক্ষে সমান ৪ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অসিরা।
মুখোমুখি পরিসংখ্যানেও একছত্র আধিপত্য অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। এর মধ্যে সবগুলোতেই জয় অসিদের। এর মধ্যে ২০২২ সালের বিশ্বকাপে একবারের দেখায় ৫ উইকেটে জিতেছিল অসিরা।
দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ম্যাচের দিকে নজর দেওয়ার কথা জানিয়েচিলেন অধিনায়ক জ্যোতি। তিনি বলেছিলেন, ‘জানি আমাদের দলটা বেশ তরুণ, কিন্তু তারা দিনদিন আরও বেড়ে উঠছে। এটাই আমাদের শেষ ম্যাচ নয়। শেষ তিন ম্যাচে আমরা আরও ভালো খেলতে চাই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে আজও দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। বিশাখাপত্তনমের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করলে যত বেশি পারা যায় স্কোরবোর্ডে রান যোগ করতে হবে জ্যোতি-ফারজানাদের। এরপর বোলিংয়ে কঠিন পরীক্ষা দিতে হবে মারুফা আক্তার-ফাহিমা খাতুনদের। দ্রুতই ফিরিয়ে দিতে হবে অসি টপঅর্ডার ব্যাটারদের।