চমক রেখে উইন্ডিজদের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ১৮ অক্টোবর থেকে গরে মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে দুই পরিবর্তন এনছেন নির্বাচকরা।
আফগানিস্তানের বিপক্ষে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন ওপেনার নাঈম শেখ। শেষ ম্যাচে ব্যাটহাতে ২৪ বল খেলে মোটে ৭ রান করতে পেরেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরে দল থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। এই টপঅর্ডার ব্যাটার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে, ওয়ানডের রঙিন পোষাক গায়ে জড়ানো স্বপ্নই থেকে গেছে ডাক তার। এবার সেই স্বপ্নও পূরণ হলো, প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
বাদ পড়েছেন পেসার নাহিদ রানাও। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বলহাতে ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে কোনো উইকেটের দেখাই পাননি তিনি। চোটের কারণে এই সিরিজেও খেলা হচ্ছে না উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের।
আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২১ অক্টোবর। একদিন পরে ২৩ অক্টোবর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচগুলো।
বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।