ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশ হতে মানা করলেন বিসিবি পরিচালক

লম্বা সময় ধরে অধারাবাহিক বাংলাদেশের ব্যাটিং ইউনিট। ব্যাটাররা এক ম্যাচ ভালো করেন তো, কয়েক ম্যাচ থাকেন ব্যর্থতার বৃত্তে বন্দি। সর্বশেষ আফগানিস্তান সিরিজে ব্যর্থতায় সবকিছুকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
আফগানদের বিপক্ষে কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে শেষ দুই ম্যাচে চোখে পড়ার মতো ছিল ব্যাটারদের ব্যর্থতা। বাংলাদেশের এই ব্যর্থতার কারণ কী? সম্প্রতি এনটিভির গ্যালারি অনুষ্ঠানে জানতে চাওয়া হয়েছিল বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুর কাছে।
বাংলাদেশের ব্যর্থতার পেছনে তিনি দায়ী করেছেন একই সময়ে জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটারের বিদায়কে। মিঠু বলেন, ‘একটা জিনিস মেনে নিতেই হবে চারটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার একই সঙ্গে টিম থেকে নাই। ওয়ার্ল্ড ক্লাস বলছি, আপনি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা তরুণ যারা এসেছে তারা ঝলক দেখাচেছ। কিন্তু একসঙ্গে সবাই খেলতে পারছে না।’
আফগানিস্তানের বিপক্ষে অমন ব্যাটিংয়ের পরে স্বয়ং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। যদি ওয়ানডেতে রান না করি, তাহলে টিকে থাকতে পারব না। তবে, মিঠু বললেন হতাশ না হতে।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘দেখবেন যে আমাদের সেরা ব্যাটার (লিটন দাস) ইনজুরিতে আছে। সবকিছু মিলিয়ে আমাদের খারাপ সময় গেছে শেষ তিনটা ম্যাচ। তবে হতাশ হওয়ার কিছু নাই। কারণ যাদের কথা আমরা বলছি, সাইফ ভালো খেলছেন। তামিম ব্র্রিলিয়ান্ট ব্যাটসম্যান, যেদিন সে খেলে দলকে বের করে আনে। এমন কিন্তু না যে, যোগ্যতা নাই।’
অধারাহিকতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে মিঠু বলেন, ‘আপনি দেখেন আমাদের বোলাররা অনেক ভালো করছে। কিন্ত ব্যাটিংয়ে আমরা প্রচণ্ড অনিয়মিত। এরকম না যে, একটা প্লেয়ার প্রতিদিন খারাপ খেলছে। তিন বা চারটা ইনিংস ভালো খেলছে এরপর আবার খারাপ খেলছে। এই অধারবাহিকতার জন্য আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটি কাটিয়ে উঠতেই হবে।’