নভেম্বরে দুই ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ যারা

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নভেম্বর উইন্ডোতে তাদের আফ্রিকা সফরের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে। চলতি মাসে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও পরের ম্যাচেই জাপানের বিপক্ষে ৩-২ গোলে অপ্রত্যাশিতভাবে হেরে কিছুটা হতাশায় রয়েছে কার্লো আনচেলত্তির দল।
হতাশা ঝেড়ে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ হবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া দুই আফ্রিকান দেশ। ম্যাচ দুটির জন্য ইউরোপকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সেলেসাওরা।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের ঐতিহ্যবাহী এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে শহরের ডেকাথলন স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির শিষ্যরা লড়বে তিউনিসিয়ার সঙ্গে। আসন্ন বিশ্বকাপের আগে আফ্রিকান দলগুলোর খেলার ধরনের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এই সূচি সাজানো হয়েছে।
সেনেগালের বিপক্ষে ব্রাজিলের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ ২০২৩ সালের মার্চে আফ্রিকান দেশটির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল ব্রাজিল। তারও আগে ২০১৯ সালে দুই দলের প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে সেনেগালের বিপক্ষে তৃতীয় দেখায় প্রথম জয়ের লক্ষ্য থাকবে সেলেসাওদের।
তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের রেকর্ড বেশ ভালো। ২০২২ সালের সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তারা ৫-১ গোলে জয় পেয়েছিল। এর আগে ১৯৭৩ সালের প্রীতি ম্যাচেও ব্রাজিল ৪-১ গোলে জিতেছিল।
চলতি বছরের নভেম্বরে ফিফা উইন্ডো শেষ হওয়ার পর ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মিলবে পরের বছরের মার্চে। যেখানে সিবিএফ দুটি ইউরোপীয় দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছে। এছাড়াও, বিশ্বকাপের ঠিক আগে স্বদেশি সমর্থকদের সঙ্গে বন্ধন জোরদার করতে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় শেষবারের মতো একটি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়।