সাত বলেই ফিরে গেলেন দুই ওপেনার

ঘরের মাটিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে। ইনিংসের প্রথম ওভার দেখেশুনে কাটোনোর পরের সাত বলেই দুই উইকেট হারিয়ে আরও একবার ব্যাটিংয়ে ব্যার্থতার পরিচয় দিল ফিল সিমন্সের শিষ্যরা। দুই ওপেনারই ফিরেছেন প্রথম তিন ওভারের মধ্যেই।
ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ৬ বলে ৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। এক বল পরেই তৃতীয় ওভারের প্রথম বলে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। জেইডেন সিলসের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬ বল খেলে ৪ রান করেছেন সৌম্য সরকার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিকরা। এই ম্যাচে অভিজ্ঞতা ও তারুণ্যের সম্মিলনেই মাঠে নেমেছে বাংলাদেশ।
ম্যাচে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। স্পিনে ভরসা রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো আছেনই। রাখা হয়নি জাকের আলী অনিক ও তানজিদ তামিমকে। রানে ফেরার চেষ্টায় আছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।