এমন দিনও দেখছে মিরপুর!

ক্রিকেটে এবারই প্রথম খারাপ করেনি বাংলাদেশ দল। ভরাডুবি এর আগেও হয়েছিল। কিন্তু, এবার সেটি মেনে নিতে পারেনি ভক্তরা। বাংলাদেশ হারলে একটা সামাজিকমাধ্যমগুলোতে দেখা যায়, সমর্থকরা শপথ করেন আর খেলা দেখবেন না। ম্যাচের দিন ঠিকই সব ভুলে বসে পড়ে প্রিয় দলের খেলা দেখতে।
এবার আক্ষরিক অর্থেই খেলা দেখছে না দর্শক। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি প্রায় পুরোটাই ফাঁকা। আজ শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ঘিরে দর্শকের যেন আগ্রহই নেই।
প্রায় ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার মিরপুর কানায় কানায় পূর্ণ থাকে বাংলাদেশের ম্যাচে। আজ তার উল্টো চিত্র। ম্যাচের ঘণ্টাখানেক পার হলেও গ্যালারি ফাঁকা। একটু ভালোভাবে গুনলে আঙুলে গোনা যাবে সংখ্যা। স্টেডিয়ামের বাইরেও নেই দর্শকের ভিড়। সাম্প্রতিক ব্যর্থতায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যেন।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে ফরম্যাটটাই প্রিয় ছিল বাংলাদেশের। অন্য দুই ফরম্যাটে যেমন-তেমন হলেও ওয়ানডেতে যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, কিন্তু সেসব যেন গত হয়েছে। ওয়ানডে ক্রিকেটে এখন জিততেই ভুলে গেছে বাংলাদেশ। সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজের সবগুলোতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
উইন্ডিজদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছে।