পাকিস্তানকে ‘বর্বর’ বললেন রশিদ

পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সামরিক সংঘাতে আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছেন। সম্প্রতি দেশটির পাকতিকা প্রদেশের আরগুন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। এ ঘটনায় পাকিস্তানের ওপর ক্ষোভ ঝেড়েছেন আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। নিহত তিন স্থানীয় ক্রিকেটার হলেন- কবির, সিবঘাতুল্লাহ এবং হারুন।
আজ শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-হ্যান্ডেলে রশিদ লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হামলায় নারী, শিশু ও ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রাণহানিতে আমি মর্মাহত। যারা একদিন দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন, তারা এভাবে প্রাণ হারিয়েছেন—এটা মেনে নেওয়া যায় না।’
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে রশিদ আরও লিখেছেন, ‘বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চরম বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। এসব অন্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা উচিত।’
আগামী মাসে পাকিস্তানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু পাকিস্তানের এই হামলার পরে সেই সিরিজ বর্জনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এসিবি বলেছে, ‘এটি আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারে এক অপূরণীয় ক্ষতি। নিহতদের প্রতি সম্মান জানানোর উদ্যোগ হিসেবে, আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসিবির এই বিবৃতির পরই নিজের এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেন রশিদ। ক্রিকেট বোর্ডের সিরিজ বর্জনের ঘোষণাকেও সমর্থন জানিয়েছেন তিনি। রশিদ লিখেছেন, ‘জাতীয় মর্যাদা ও মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। আমি এই কঠিন সময়ে আমাদের দেশের মানুষের পাশে আছি।’
এ ঘটনায় নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের এমন মৃত্যু শুধু পাকতিকা নয়, পুরো আফগান জাতির জন্য শোকের বিষয়।’
এদিকে, আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে হামলার ঘটনার পর সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান।