বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। অথচ পাকিস্তানের বিপক্ষে শুরুটা দারুণ করেছিল তারা, ভালো কিছুর আভাসই দিচ্ছিল। তেমনটি হতেও পারতো হয়ত। কিন্তু নিগার-নাহিদাদের ভাগ্যটা সহায় হয়নি, তিনটি ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হারের দেখা পেয়েছে তারা। যার শেষটি গতকাল গতকাল সোমবার (২০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে।
গতকাল ম্যাচ শেষে সংবাদ নিগার বলেন, ‘এটা সত্যিই খুব কষ্টদায়ক, কারণ আমরা এখানে জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলাম।’
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা পেলে হয়ত সেমিফাইনালের স্বপ্নটা পূরণ হতো বাংলাদেশের জন্য। তিনটি ম্যাচেই জয়ের পথটা সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে খেলার শেষ সময়ে তীরে এসে তরী ডুবেছে। ব্যাটিং ব্যর্থতা আর গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ নিতে না পারার কারণে হারতে হয়েছে নিগারদের।
এই বিষয়ে নিগার বলেন, ‘আমার মনে হয়, আমরা এখন পর্যন্ত তিনটা ম্যাচে খুব কাছাকাছি গিয়ে হেরিছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর এখন শ্রীলঙ্কার বিপক্ষে। আমাদের এই ধরনের পরিস্থিতি নিয়ে ভাবতে হবে এবং অনেক কিছু শিখতে হবে — কীভাবে চাপের সময় নিজেকে শান্ত রাখতে হয়, আর কীভাবে রান তোলা যায়। তরুণ খেলোয়াড়রাও এখন গুরুত্বপূর্ণ সময়ে মিডল অর্ডারে ব্যাট করছে, তাই আমি মনে করি তাদেরও এসব থেকে শিখতে হবে।’
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে লঙ্কানদের বিপক্ষে জয়টা অবধারিত ছিল বাংলাদেশের জন্য। তবে সেই ম্যাচটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে নিগাররা মুখোমুখি হবে ভারতের। যে ম্যাচটি এখন শুধু নিয়মরক্ষার।