তিন দলের সামনে বিশ্বকাপের সেমিতে যাওয়ার সমীকরণ
নারী ওয়ানডে বিশ্বকাপে জমে উঠেছে লড়াই। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে তিন দল। বাদ পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বাকি তিন দলের মাঝে এসেছে সেমিতে খেলার সুযোগ। আছে সমীকরণের মারপ্যাঁচ।
মঙ্গলবার (২১ অক্টোবর) কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে হারায় শেষ চারে যাওয়ার আশা শেষ হয়ে গেছে পাকিস্তানের। বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে বিদায় নিতে হলো তাদের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। চতুর্থ দল হিসেবে সেমিতে যাওয়ার জন্য জোর লড়াই চলছে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে।
শেষ চারের দৌড়ে টিকে থাকা এই তিন দলের পয়েন্ট বর্তমানে সমান চার। তারা পয়েন্ট টেবিলে ভিন্ন অবস্থানে রয়েছে। পাঁচ ম্যাচ খেলে নেট রানরেটে এগিয়ে থাকায় ভারত আছে চার নম্বরে, আর একই সংখ্যক ম্যাচ খেলে নিউজিল্যান্ড আছে পাঁচ নম্বরে। ছয় ম্যাচ খেলে শ্রীলঙ্কার অবস্থান সাত নম্বরে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। জয়ী দল শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে। ভারত হারলেও তাদের সুযোগ শেষ হবে না। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।
ভারত ও নিউজিল্যান্ডের জন্য সমীকরণ এমন দাঁড়িয়েছে যে, পরের দুই ম্যাচে তাদের শুধু জিতলেই হবে না, সঙ্গে সেমিতে জায়গা পেতে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে।
একদিন পর শুক্রবার কলম্বোতে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। কলম্বোতে বৃষ্টির কারণে একাধিক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লঙ্কানদের কপালে ভাঁজ ফেলেছে। গুরুত্বপূর্ণ ম্যাচেও বৃষ্টি নামলে শ্রীলঙ্কার সব আশা ভেসে যাবে। লঙ্কানরা জিততে পারলে তাদের তাকিয়ে থাকতে হবে ভারত ও নিউজিল্যান্ডের বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে।
সব মিলিয়ে শেষ চারের এই একটি আসনের জন্য ক্রিকেটপ্রেমীরা এখন কঠিন সমীকরণের দিকেই নজর রাখছেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে জেতা ম্যাচ না হারলে সেমির দৌড়ে থাকত বাংলাদেশও। বলা যেত, শেষ চার অনেকটা নিশ্চিত থাকত বাংলাদেশের।

স্পোর্টস ডেস্ক