মিরপুরের উইকেট নিয়ে যা বললেন মিরাজ
ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে। সিরিজ নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কথা বলেছেন ঘরের মাঠে সুবিধা নেওয়া এবং মিরপুরের উইকেট নিয়ে।
ওয়ানডে সিরিজে মিরপুরের কালো উইকেট নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। স্পিন নির্ভর এই উইকেটে সফরকারী ওয়েস্ট ইন্ডিজতো দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার স্পিন বোলিং করিয়ে রেকর্ডও গড়ে ফেলেছে। বাংলাদেশের স্পিনার রিশাদ-তানভির-নাসুমও দারুণ বোলিং করেছে।
মিরপুরের উইকেট নিয়ে মিরাজ বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর খেলেছি। অভিষেকেও এখানেই খেলেছি। পার্থক্য সেরকম কিছু না। আগে একটু ঘাস দিত, এখন ঘাস নেই। জিনিসটা এটাই। ঘাস থাকলে বল অনেক সময় স্কিড করে। এছাড়া আর পার্থক্য মনে হয়নি।
কালো মাটির উইকেটে তিনটি ওয়ানডেই স্পিনাররা ঘূর্ণিতে পরাস্ত করেছেন ব্যাটারদের। তবে বাংলাদেশ স্পিন বোলিংয়ে ভালো, আবার স্পিনের বিরুদ্ধে ব্যাটিংও ভালো করে ব্যাটাররা। তাই মিরপুরের উইকেটের সুবিধাটা তারা নিয়েছে এবং সিরিজ জিততে চেয়েছে। দিনশেষে এখানে তারা সফল এই পরিকল্পনাতে।
হোম অ্যাডভান্টেজ নেওয়া প্রসঙ্গে মিরাজ বলেন, পৃথিবীর যেখানেই খেলতে যান, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয়। কোনো দল বাংলাদেশে আসলে আমরা হোম অ্যাডভান্টেজ নিব। দ্বিপাক্ষিক সিরিজে আমার মনে হয় হোম অ্যাডভান্টেজ অনেক জরুরি। অবশ্যই ৩ ম্যাচ জিতলে ভালো জায়গায় থাকতাম। শেষ ম্যাচটায় (দ্বিতীয় ম্যাচ) অনেক উত্তেজনা ছিল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে কালো মাটির স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশের স্পিনাররা ছিল দুর্দান্ত ফর্মে। ঘরের মাঠে সুবিধা নিয়ে তিন ম্যাচ সিরিজে টাইগার জিতেছে ২-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচের ফলাফল দেখি নিন স্কোরকার্ড থেকে…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ১০-১-৪১-৪, পিয়েরে ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, আথানেজ ৭-০-৩৭-২, চেজ ৮-১-৫৩-১, মোতি ৮-০-৫৩-১)
ওয়েস্ট ইন্ডিজ : ৩০.১ ওভারে ১১৭/১০ (আথানেজ ১৫, কিং ১৮, আগস্টে ০, কার্টি ১৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেজ ০, গ্রেভস ১৫, মোতি ৭, আকিল ২৭, পিয়েরে ০*; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭.১-০-৩৫-২, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)
ফলাফল : বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : সৌম্য সরকার।
সিরিজ সেরা : রিশাদ হোসেন।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

স্পোর্টস ডেস্ক