তাসকিনের জোড়া আঘাতে ব্যাকফুটে উইন্ডিজ
ওপেনার আতানেজকে হারালেও ওয়েস্ট ইন্ডিজ এগোচ্ছিল ঠিকঠাক। বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ। পরপর দুই বলে প্রতিপক্ষের দুই ব্যাটারকে ফেরান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকে তানজিম সাকিবের ক্যাচ বানান তাসকিন। ১৩তম ওভারের প্রথম বলে বিদায় নেওয়া কিং ৩৬ বলে ৩৩ করেন। পরের বলে শেরফান রাদারফোর্ডকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তাসকিন। মুখোমুখি হওয়া প্রথম বলেই রানের খাতা খোলার আগে বিদায় নেন রাদারফোর্ড। ৮২ রানে তিন উইকেট হারায় ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভেঙেছে বাংলাদেশ
সম্প্রতি বাংলাদেশ টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশের বোলাররা অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে পাওয়ার প্লেতে মিতব্যয়ী বোলিং কিংবা প্রতিপক্ষের উইকেট দ্রুত তুলে নিয়ে দাপট দেখিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা হয়ে ওঠেন মারমুখী।
পাওয়ার প্লে শেষে ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ কোন উইকেট না হারিয়ে ৩৫ রান করে। তবে, প্রথম সাফল্য এনে দেন রিশাদ হোসেন। তার লেগস্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হন উইন্ডিজ ওপেনার অ্যালিক আথানেজ। ২৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ করেন আথানেজ। ৫৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা।
নীরবতা পালন
আজ সোমবার (২৭ অক্টোবর) খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও হাসান আহমেদের স্মরণে। খুলনায় আজ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ দল আজ কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছে।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
এই ম্যাচে টসে হেরে শুরুতে বোলিং করছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
যে একাদশ নিয়ে মাঠে দুদল
বেলিংয়ে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে নেই স্পিনার শেখ মেহেদী হাসান। এছাড়া ব্যাটিংয়ে আজ বসানো হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলীকে, একাদশে আছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

স্পোর্টস ডেস্ক