শেষের ব্যাটিংয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বেশ ভয়ানক। টস জিতে আজ সোমবার (২৭ অক্টোবর) ব্যাটিং বেছে নেয় ক্যারিবীয়রা। শুরুটা ধীরে করলেও শেষ দিকে হাত খুলে খেলেন দলটির ব্যাটাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ের পুঁজি গড়েছে সফরকারীরা। ২০ ওভারে ৩ উইকেটে তোলে ১৬৫ রান।
পাওয়ার প্লেতে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। প্রথম ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ কোন উইকেট না হারিয়ে ৩৫ রান করে। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন রিশাদ হোসেন। তার লেগস্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হন উইন্ডিজ ওপেনার অ্যালিক আথানেজ। ২৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ করেন আথানেজ। ৫৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা।
ওপেনার আতানেজকে হারালেও ওয়েস্ট ইন্ডিজ এগোচ্ছিল ঠিকঠাক। বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ। পরপর দুই বলে প্রতিপক্ষের দুই ব্যাটারকে ফেরান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকে তানজিম সাকিবের ক্যাচ বানান তাসকিন। ১৩তম ওভারের প্রথম বলে বিদায় নেওয়া কিং ৩৬ বলে ৩৩ করেন। পরের বলে শেরফান রাদারফোর্ডকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তাসকিন। মুখোমুখি হওয়া প্রথম বলেই রানের খাতা খোলার আগে বিদায় নেন রাদারফোর্ড। ৮২ রানে তিন উইকেট হারায় ক্যারিবীয়রা।
পরের পথটুকু দলকে টেনে নেন শাই হোপ ও রভম্যান পাওয়েল। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটি গড়নে দুজন। ক্যারিবীয় অধিনায়ক হোপ একটি চার ও চারটি ছক্কায় অপরাজিত থাকেন ২৮ বলে ৪৬ রানে। তুলে নেন হোপ। একটি চার ও চারটি ছক্কায় পাওয়েল অপরাজিত ২৮ বলে ৪৪ রানে। এরমধ্যে তানজিম সাকিবের করা শেষ ওভারে তিনটি ছক্কাসহ তোলেন ২২ রান।
বাংলাদেশের পক্ষে তাসকিন দুটি এবং রিশাদ হোসেন নেন এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬*, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪*; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, সাকিব ৪-০- ৪৭-০, মুস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)

স্পোর্টস ডেস্ক