ব্যাট হাতে ধুঁকছে বাংলাদেশ
পাওয়ার প্লেতে চার উইকেট হারানো বাংলাদেশ যেন রান পেতে সংগ্রাম করছে। একই পিচে সাবলীলভাবে ওয়েস্ট ইন্ডিজ রান তুললেও পারছে না বাংলাদেশের ব্যাটাররা। ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও নুরুল হাসান সোহনের উইকেট হারিয়ে যারপরনাই ধুঁকছে টাইগাররা। খারি পিয়েরের বলে বোল্ড হয়ে ফেরা সোহান করেন ১০ বলে ৫ রান। ৫৭ রানে পঞ্চম উইকেট হারানো বাংলাদেশের ইনিংস মেরামত করছেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।
দ্রুত উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
শেষের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ বেশ চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে। বাংলাদেশের ব্যাটাররা সেটি মাথায় রেখে শুরু করেন। তানজিদ হাসান তামিমের ব্যাটে ঝড়ো শুরু পায় স্বাগতিকরাও। কিন্তু, খেই হারায় খানিক বাদেই। জেইডেন সিলসকে মারতে গিয়ে মিড-অনে রোমারিও শেফার্ডের দারুণ ক্যাচে পরিণত হন তামিম। বিদায়ের আগে দুটি চার ও একটি ছক্কায় ৫ বলে ১৫ রান করেন তামিম।
তামিম বিদায় নিলে ফিরে যান অধিনায়ক লিটন দাসও। ৮ বলে ৫ রান করে আকিল হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। ২৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ে বাংলাদেশের। দলের অন্যতম ভরসা সাইফ হাসানও আকিলের বলে শেফার্ডকে ক্যাচ দেন। ৭ বলে ৮ রান করেন তিনি। ৩৮ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
শামীম হোসেন পাটোয়ারীও পারেননি প্রতিরোধ গড়তে। দলের বিপদ আরও বাড়িয়ে জেসন হোল্ডারের বলে বোল্ড হন। ৪ বলে করেন ১ রান। ৪১ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ রীতিমতো খাদের কিনারে।
শেষের ব্যাটিংয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বেশ ভয়ানক। টস জিতে আজ সোমবার (২৭ অক্টোবর) ব্যাটিং বেছে নেয় ক্যারিবীয়রা। শুরুটা ধীরে করলেও শেষ দিকে হাত খুলে খেলেন দলটির ব্যাটাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ের পুঁজি গড়েছে সফরকারীরা। ২০ ওভারে ৩ উইকেটে তোলে ১৬৫ রান।
প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬*, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪*; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, সাকিব ৪-০- ৪৭-০, মুস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)

স্পোর্টস ডেস্ক