একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে নভেম্বর মাসের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকলো। ২০০৩ সালের এই দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন। ২২ বছর পর তার উত্তরসূরি রোনালদো জুনিয়র পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল করলেন। অবশ্য ছেলে শুধু একাই নয়, বাবা রোনালদোও একই দিনে আল নাসেরের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন।
গতকাল শনিবার (১ নভেম্বর) ওয়েলসের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র। ম্যাচটিতে তারা ৩-০ গোলে জয়ের দেখা পেয়েছে।
এর প্রায় ছয় ঘণ্টা পরে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামেন বাবা ক্রিস্টিয়ানো রোনালদো। আল ফায়হার বিপক্ষে ৩৭ মিনিটে গোল করে সমতা ফেরান এবং যোগ করা সময়ের ১৫তম মিনিটে পেনাল্টি শটে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয় দিয়ে আল নাসর সৌদি প্রো লিগে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে।
রোনালদো জুনিয়রের গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই ছেলে ও বাবার ফিনিশিং স্টাইলে মিল দেখতে পেয়েছেন। রোনালদো নিজেও ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন আগুনের ইমোজি দিয়ে।
আরও পড়ুন: নতুন মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেলতে নেমে ২-০ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। আর সেই ম্যাচেই অভিষেক হয়েছে রোনালদো জুনিয়রের। ম্যাচের একদম শেষে যোগ করা সময়ে বদলি হিসেবে মাঠে নামে রোনালদোর ছেলে।
কিন্তু ওয়েলসের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন রোনালদো জুনিয়র। দলের ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথম গোলটিই এসেছে তার পা থেকে।
ফেডারেশনস কাপ টুর্নামেন্টে তুরস্কে তিনটি ম্যাচ খেলবে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল। ওয়েলসের বিপক্ষে ম্যাচটি ছিল দ্বিতীয় ম্যাচ। আগামীকাল তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে তারা।
রোনালদো জুনিয়রের ইতোমধ্যেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছে। বয়সভিত্তিক পর্যায়ে এই দলের হয়েও গোল করেছেন তিনি।
আরও পড়ুন: রোনালদোর ছেলের অভিষেক ম্যাচেই জয় পেল পর্তুগাল
রোনালদো সম্প্রতি নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিয়ারে ৯৫০ গোল করা একমাত্র খেলোয়াড় এখন তিনি। গতকালের দুই গোলের পর বর্তমানে তার গোলসংখ্যা ৯৫২। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার আরও কাছাকাছি চলে গেলেন তিনি।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী পর্তুগিজ অধিনায়ক রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের জার্সিতে ২২৫ ম্যাচে ১৪৩ গোল করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক