ইতিহাস গড়ে বর্ষসেরা একাদশে ইয়ামাল, জায়গা পেলেন যারা
বছরজুড়ে ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা একাদশ নির্বাচন করে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ‘ফিপপ্রো’। ২০২৫ সালের সেরা একাদশে জায়গা করে নিয়ে ইতিহাস গড়লেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করলেন ইয়ামাল।
এবারের ‘ফিপপ্রো’ সোর একাদশে ট্রেবলজয়ী পিএসজির আধিপত্যই দেখা গিয়েছে। দলটি থেকে মোট পাঁচজন খেরেঅযাড় আছেন এই একাদশে।
বিশ্বের সেরা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী জিয়ানলুইজি দোনারুম্মা। বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটিতে খেলছেন।
ডিফেন্ডারের মধ্যে জায়গা পেয়েছেন লিভারপুলের ভারজিল ফন ডাইক, পিএসজির আশরাফ হাকিমি ও নুনো মেন্ডেস।
মিডফিল্ডে রয়েছেন রিয়াল মাদ্রিডের জুড বেলিংহাম, চেলসির কোল পালমার, বার্সেলোনার পেদ্রি ও পিএসজির ভিতিনহা।
ফরওয়ার্ড লাইনে নাম রয়েছে ব্যালন ডি’অর জয়ী পিএসজি তারকা উসমানে দেম্বেলে, রিয়াল মাদ্রিডের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার ইয়ামাল।
মাত্র ১৮ বছর বয়সে ‘ফিপপ্রো’ একাদশে জায়গা পেয়েছেন ইয়ামাল। বর্ষসেরা একাদশে সবচেয়ে কম বয়সে জায়গা পাওয়া খেলোয়াড় হলেন। এতে ফরাসি তারকা এমবাপ্পের ২০১৮ সালের রেকর্ড ভেঙে দিলেন তিনি। এমবাপ্পে সেবার ১৯ বছর বয়সে এই দলটিতে জায়গা পেয়েছিলেন।
এছাড়া এমবাপ্পে ও ফন ডাইক ধারাবাহিকভাবে তাদের সেরা পারফরম্যান্স দেখিয়ে যথাক্রমে ষষ্ঠ ও পঞ্চমবার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন।
‘ফিফপ্রো’ বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয় পেশাদার ফুটবলারদের ভোটে। বিশ্বের ৬৮টি দেশের ২০ হাজোরেরও বেশি পেশাদার ফুটবলারের ভোটে ঘোষিত হয়েছে ২০২৫ ফিফপ্রো পুরুষ একাদশ।
আরও পড়ুন: গোলের দেখা পেলেন ইয়ামাল, জয়ে ফিরল বার্সা
বর্ষসেরা একাদশ নির্বাচন করতে ১৫ জুলাই ২০২৪ থেকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। আর এই সময়ের মধ্যে কমপক্ষে ৩০টি অফিসিয়াল ম্যাচ খেলেছে এমন খেলোয়াড়দেরই নির্বাচন করা হয়েছে।
একজন ভোটদাতা চারটি পজিশন—গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড থেকে তিনজন খেলোয়াড়কে বেছে নেন। এরপর যেসব খেলোয়াড় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সেখান থেকে একজন গোলকিপার, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার, এবং তিনজন ফরোয়ার্ড নির্বাচিত হন। ১১তম স্থানটি নির্ধারণ করা হয় সর্বোচ্চ মোট ভোট পাওয়া একজনকে, সে যেকোনো পজিশনেরই হতে পারে।
আরও পড়ুন: মেসির সঙ্গে ইয়ামালের তুলনা নিয়ে যা বললেন গার্দিওলা
ফিফাপ্রো'র বর্ষসেরা একাদশ:
জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্ডেস (পিএসজি), কোল পালমার (চেলসি), ভিতিনহা (পিএসজি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), পেদ্রি (বার্সেলোনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) ও উসমান দেম্বেলে (পিএসজি)।

                  
                                                  স্পোর্টস ডেস্ক