ফাইনালে ভারতের কাছে হেরে রূপা জিতল বাংলাদেশের হিমু-বন্যা
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড দ্বৈত ইভেন্টের ফাইনালে ১৫১-১৫৩ পয়েন্ট ব্যবধানে ভারতের কাছে হেরে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের হিমু বাছাড় ও বন্যা আক্তার।
বাংলাদেশের দুই আর্চার ফাইনালে পৌঁছানোর পথে ভুটানকে ১৫৪-১৪৮, এরপর ইরানকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারায় হিমু ও বন্যা।
ফাইনালে ভারতের অভিষেক ভার্মা ও দীপ শিখার সঙ্গে রেসে বাংলাদেশের দুই আর্চার সমতা ধরে রাখতে পারেননি। প্রথম সেটে বাংলাদেশের দুই আর্চার হিমু ও বন্যা ৪০ এর মধ্যে ৩৫ স্কোর করেন। ভারতের মিশ্র জুটি অভিষেক ও দীপ করেন ৩৯। পরের দুই সেটে বাংলাদেশ ৩৯ আর ভারত ৩৮ স্কোর করে। চতুর্থ ও শেষ সেটে বাংলাদেশের দুই পয়েন্ট ব্যবধান ঘোচাতে পারেনি। চার নম্বর সেট ৩৮-৩৮ স্কোরে সমতা হয়। শেষ পর্যন্ত ভারতের স্কোর ১৫৩ পয়েন্টে দাঁড়ালে বাংলাদেশের ১৫১ পয়েন্ট হয়ে রৌপ্য পদক নিশ্চিত হয়।
হিমু-বন্যার জন্য এটি প্রথম এশিয়ান আর্চারি পদক। বন্যার ক্যারিয়ারে এটি ষষ্ঠ আন্তর্জাতিক পদক, যার মধ্যে পাঁচটি দলগত ও একটি ব্যক্তিগত ইভেন্ট। আর হিমুর পদক সংখ্যা এখন দুই।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ গত চার দিন হয় ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আজ বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচের কারণে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দুই দিনের খেলা সরিয়ে নেওয়া হয় বনানীর আর্মি স্টেডিয়ামে। এর আগে ২০২১ সালের আসরও এখানেই হয়েছিল।
২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারিতে এক রূপা ও দুই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। আর্চারিতে বালাদেশের বেশিরভাগ পদক এসেছে রিকার্ভ ইভেন্টে। কম্পাউন্ড দ্বৈত ইভেন্টে এটাই বাংলাদেশের প্রথম পদক জয়।

স্পোর্টস ডেস্ক