শেষ মুহূর্তে বারবার গোল খাওয়া নিয়ে যা বললেন কাবরেরা
বাংলাদেশের ফুটবলে শেষ মুহূর্তে গোল খাওয়া নতুন কিছু নয়। বারবার স্বপ্নভঙ্গের হতাশায় পুড়তে হয় শেষ দিকে গোল হজম করে। এর মূল্যও বহুবার চুকিয়েছে বাংলাদেশ। এবার যেমন শেষ হলো এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা।
নেপালের বিপক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রীতি ম্যাচেও একই দৃশ্যের অবতারণা। হামজা চৌধুরীর দুর্দান্ত দুই গোলে কামব্যাক করে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে যখন জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা, তখনই নেপালের গোল। ৯৩ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে নেপালের হয়ে সমতা ফেরান অনন্ত তামাং। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কাছে স্বভাবতই জানতে চাওয়া হয়, শেষ মুহূর্তে গোল হজমের ব্যাপারে। এটি ফুটবলারদের মানসিক কোনো সমস্যা কি না সেই প্রশ্নও ছুঁড়ে দেওয়া হয় কাবরেরার দিকে। বাংলাদেশ কোচ অবশ্য মনে করেন, এমনটি হতেই পারে।
কাবরেরা বলেন, 'আমার মনে হয় না, এটা নিয়ে মানসিক কোনো সমস্যা আছে। অনুশীলনে আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি। সম্ভবত ১০০ বারের ওপর। খেলোয়াড়দের এই জিনিসগুলো অসংখ্যবার দেখিয়েছি। খেলায় এটি হতেই পারে। আমরা সামনেও এটি নিয়ে কাজ করব। আশা করি, মূল ম্যাচে (ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই) এসব হবে না।'
আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে কেমন করেছে ফুটবলাররা, তা নিয়ে কাবরেরার জবাব, 'আমরা আধিপত্য রেখে খেলেছি। ছেলেরা এনার্জেটিক ছিল। ভারত ম্যাচের আগে এটি ইতিবাচক দিক। তবে আমি আজকের ফল নিয়ে খুশি নই।'

ক্রীড়া প্রতিবেদক