সিলেট টেস্ট
বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে লাঞ্চে গেল আয়ারল্যান্ড
আগের দিন বিকেলে বাংলাদেশের স্পিনঘূর্ণিতে নাস্তানাবুদ হয়েছিল আয়ারল্যান্ডের ব্যাটাররা। সেটি দেখে অনেকে ভেবেই নিয়েছিল চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই হয়তো জয় উদযাপন করবে বাংলাদেশ। তবে অ্যান্ডি ম্যাকব্রাইন-বলবার্নির প্রতিরোধে তেমনটা হয়নি। বরং বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে লাঞ্চ বিরতিতে গেছে আয়ারল্যান্ড।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সিলেটে চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে আয়ারল্যান্ড। এখনো ইনিংস ব্যবধানে হার এড়াতে তাদের করতে হবে ১০৪ রান। হাতে আছে তিন উইকেট। অপরাজিত আছেন ম্যাকব্রাইন ১০৪ বলে ৫২ রানে আর নেইল ২২ বলে ৬ রানে।
৫ উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। সকালটা বেশ ভালোই কাটে আইরিশদের। প্রতিরোধ গড়ে তোলেন ম্যাকব্রাইন আর হামফ্রিস। এদিন এই দুজন মিলে ৩০ রান তুলে ফেলার পর প্রথম উইকেটের সুবাস পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন হামফ্রিস। ফেলার আগে করেন ১৮ বলে ১৬ রান।
আইরিশদের পরের প্রতিরোধ প্রাচীর যেন আরও শক্তিশালী। রীতিমতো ধৈর্যের পরীক্ষা নেন বাংলাদেশের। অষ্টম উইকেট জুটিতে ম্যাকব্রাইন আর বলবার্নি মিলে খেলেন ১১৯ বল। তাদের জুটিতে আসে ৬৬ রান। অবশেষে সেই জুটি ভাঙ্গেন হাসান মুরাদ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান বলবার্নিকে। ৬৩ বলে ৩৮ রান করে বিদায় নেন তিনি।
বলবার্নি ফিরলেও জর্ডান নেইলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ম্যাকব্রাইন। ইতোমধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। চতুর্থ দিনের প্রথম সেশনে ৩১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে আয়ারল্যান্ড।
এর আগে তৃতীয় দিন বিকেলে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনঘূর্ণির সামনে পড়ে আয়ারল্যান্ড। এদিন মাত্র ৮৬ রান তুলতেই ৬ উইকেট হারায় আইরিশরা। এই রানেরও আবার অর্ধেক এসেছিল পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। তিনি খেলেছিলেন ৪৩ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬/১০
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৪১ ওভারে ৫৪৭/৮ ডিক্লেয়ার
আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস) : ৬০ ওভারে ১৯৮/৭* (স্টার্লিং ৪৩, কারমাইকেল ৫, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯, হামফ্রিস ১৬, অ্যান্ডি ব্যালবার্নি ৩৮, ম্যাকব্রাইন ৫২*, নেইল ৬*; হাসান মাহমুদ ৬-২-১৫-০, নাহিদ ৫-০-২৬-১, মিরাজ ১৯-৪-৪৮-০, হাসান মুরাদ ৯-১-২৮-৩, তাইজুল ২১-৩-৭৫-২)

স্পোর্টস ডেস্ক