সিরিজ জয়ের লক্ষ্যে কাল মাঠে নামবে বাংলাদেশ
সিলেটে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল দুই বিভাগেই আধিপত্য করেছে টাইগার ক্রিকেটাররা। এতে রেকর্ড গড়া জয়ও পেয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্ট জিতে লক্ষ্য সিরিজ নিশ্চিত করার। সেই লক্ষ্যে আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে খেলা দেখা যাবে টফি অ্যাপ-এ।
বাংলাদেশের জন্য সিরিজ জয়ের চেয়েও অন্য কারণে বিশেষ এই টেস্ট ম্যাচটি। কারণ এই ম্যাচ দিয়েই দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম।
মুশফিকের শততম টেস্টের পাঁচটি দিনই তাই উদযাপন করার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে শান্ত বলেছিলেন, ‘এই পাঁচটি দিনই আমরা উদযাপন করতে চাই।’
বাংলাদেশ এ ম্যাচে মাঠেও নামবে ফেভারিট হিসেবেই। পরিসংখ্যানেও এগিয়ে শান্তর দল। এখন পর্যন্ত দুই ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয়ের রেকর্ড শতভাগ। ২০২৩ সালে মিরপুরের এই মাঠেই প্রথমবার আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ চলমান সিরিজে সিলেটে হারিয়েছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।
তবে দুই দলের জন্যই ভাবনা একটি, মিরপুরের স্পিন সহায়ক উইকেট। মিরপুরে বরাবরই স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। এ ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। তাই দুই দলের একাদশেই স্পিনারদের আধিক্য দেখা যাবে। একই সঙ্গে ব্যাটারদের জন্যও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
সিলেটে বাংলাদেশ দুই পেসার আর তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। এখানেও একই কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারে। তবে উইকেট বিবেচনায় চার স্পিনারও দেখা যেতে পারে একাদশে। এর বাইরে একাদশে আর সেভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
বাংলাদেশেকে জিততে হলে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। যেভাবে সিলেটে দায়িত্ব নিয়েছিল ঠিক সেভাবে। মাহমুদুল হাসান জয়-সাদমান ইসলাম-নাজমুল হোসেন শান্তদের ব্যাট হাসলেই বাংলাদেশ সিরিজ শেষ করবে হাসি মুখ নিয়ে।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

স্পোর্টস ডেস্ক