এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
রাইজিং স্টারস এশিয়া কাপের দুটি সেমিফাইনালই রোমাঞ্চ ছড়িয়েছে। প্রথম সেমিফাইনালে ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ ‘এ’ দল। আকবর আলীর নেতৃত্বে দলটি অপেক্ষায় ছিল প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার। দ্বিতীয় সেমিফাইনালে রুদ্ধশ্বাস এক ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান শাহিনস (‘এ’ দল)।
শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পাচ্ছে পাকিস্তানকে। আগামীকাল রোববার (২৩ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে দুদল।
গতকাল শুক্রবার দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওভারে ৯ উইকেটে ১৫৩ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেন গাজী ঘোরি। শ্রীলঙ্কার হয়ে প্রমোদ মাদুশান ও ত্রাভিন ম্যাথু ৪টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত সূচনা করে শ্রীলঙ্কা, মাত্র ১.২ ওভারে তারা তোলে ২৯ রান। ওপেনার লাসিথ ক্রুসসপুল্লে ৭ বলে ২ চার ও ৩ ছয়ে ২৭ রান করে আউট হলে উইকেটের পতন শুরু হয়।
এরপর ৯৯ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর প্রায় শেষ হয়ে যাওয়া ম্যাচে নতুন প্রাণ সঞ্চার করেন মিলান রত্নানায়েকে। ম্যাথুকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ৪৭ রান যোগ করে জয়ের সম্ভাবনা জাগান তিনি।
জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। কিন্তু উবাইদ শাহর করা ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৪০ রান করা রত্নানায়েকে। এতই লঙ্কানদের আশা শেষ হয়ে যায়।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। এতই ৫ রানে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা থামে ১৪৮ রানে, মাত্র ৫ রানের ঘাটতিতে হেরে ফাইনালের সুযোগ হাতছাড়া হয় তাদের। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম।

স্পোর্টস ডেস্ক