মঙ্গলবার অলিখিত ফাইনালে নামবে বাংলাদেশ
শক্তি-সামর্থ কিংবা পরিসংখ্যান—সব দিক থেকেই আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ হেরে বসেছিল প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। ফলে তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। সেই লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই দল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে আইস্ক্রিন, টফি ও ট্যাপম্যাড অ্যাপে।
আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার এটাই শেষ মঞ্চ। কিন্তু সেখানে শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই ব্যর্থতা কাটিয়ে ফিরেছিলেন পারভেজ হোসেন ইমন-লিটন দাসরা।
টাইগাররা ব্যাটিংয়ে স্বরূপে ফেরার ফলাফল হিসেবে জয়ও ধরা দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশসহ টানা চারটি ম্যাচ হারের পর জয় পেয়েছিল লিটন দাসের দল।
সিরিজ নির্ধারণী ম্যাচে জয় দিয়ে শেষ করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে যেতে চায় জয়ের আত্মবিশ্বাস নিয়ে। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সেই কথাই জানালেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট।
টেইট বলেন, আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো, গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটা আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি আমরা জিতব।
শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইলে এ ম্যাচেও দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে টপঅর্ডার ব্যাটাররা যেভাবে পারফর্ম করেছেন, সেই ধারা অব্যাহত রাখা। তাহলেই সহজ হবে সিরিজ জয়।
সেজন্য পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশের পক্ষেই। এখন পর্যন্ত এই ফরম্যাটে মোট ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে টাইগারদের জয় ছয় ম্যাচে। বাকি তিন ম্যাচ জিতেছে আইরিশরা আর একটি ম্যাচের ফলাফল হয়নি।
তবে বাংলাদেশের জন্য সেটি কঠিন করে তোলার কথাই জানিয়ে রাখলেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান। শেষ ম্যাচে ভালো খেলার কথা জানিয়ে রাখলেন তিনি।
হেইনরিখ মালান বলেন, গত দুই ম্যাচে আমরা বেশ ভালো করেছি। তবে আমরা আরও উন্নতি করতে চাই। আশা করি কাল তা প্রয়োগ করতে পারব। আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলে যেতে চাই, আগামীকালও এটাই লক্ষ্য।
আগের ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনা বেশি। তবে বিশ্বকাপের ভাবনায় সুযোগ দেওয়া হতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম পাটোয়ারী।

স্পোর্টস ডেস্ক