বিপিএলের স্থগিত ম্যাচের সূচি প্রকাশ করল বিসিবি
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। সেই ম্যাচ দুটির নতুন সূচি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলো আগামী রোববার (৪ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হবে। সেদিনও নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে। অর্থাৎ দুপুর ১টায় অনুষ্ঠিত হবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ। আর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচ।
এর আগে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর এক বিবৃতিতে বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বিসিবি।
বিবৃতিতে বিসিবি লিখেছে, জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং খালেদা জিয়ার স্মৃতির সম্মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের নির্ধারিত ম্যাচগুলো (সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স) বাতিল করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি নির্ধারণ করে জানাবে তারা।
প্রসঙ্গত, আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

স্পোর্টস ডেস্ক