শীতের ফ্যাশনে জনপ্রিয় কোন জ্যাকেট?

সারা বছর ধরে উলের পোশাকের দরকার না পড়লেও, শীতের সময় তার প্রয়োজন হয়। অনেকেরই উলের পোশাকে অ্যালার্জি থাকে। উল ত্বকের সংস্পর্শে এলেই র‌্যাশ দেখা দেয়, চুলকায়। শীতের সময় ঠান্ডা ঠেকাতে আর কোন পোশাক বেছে নিতে পারেন, যেখানে স্টাইলের সঙ্গে মীমাংসা করতে হবে না।ডেনিমডেনিম সারা বছরই পরা যায়। গরমের জন্য পাতলা, নরম যেমন জনপ্রিয় তেমনই শীতের দিনে মোটা ডেনিমের জ্যাকেট হয়ে উঠতে পারেন ফ্যাশনের অন্যতম অঙ্গ।...