অপো এফ-১৭ প্রি-অর্ডারে আকর্ষণীয় গিফট বক্স

স্মার্টফোন ব্র্যান্ড অপো সম্প্রতি উন্মোচন করা অপো এফ-১৭-এর প্রি-অর্ডার শুরু করেছে। অপো এফ-১৭-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা এবং অপোর ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) এনকো ডব্লিউ-৫১ ডিভাইসটির দাম সাত হাজার ৯৯০ টাকা। আজ (১৩ অক্টোবর) পর্যন্ত ডিভাইসগুলোর প্রি-অর্ডার চলবে। প্রি-অর্ডার করা প্রত্যেক গ্রাহক অপোর পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় গিফট বক্স, যাতে থাকছে সুদৃশ্য পানির বোতল, ফোন স্ট্যান্ড, ফোন রিং হোল্ডার।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, তরুণদের লাইফস্টাইলের সঙ্গে খাপ খাইয়ে নিতে লাকি অরেঞ্জ রঙের নজরকাড়া অপো এফ-১৭ ডিভাইসটির ২৪০০x১০৮০ এফএইচডি+ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৭ শতাংশ। গরিলা গ্লাস-৩ দ্বারা সুরক্ষিত ডিসপ্লের স্ক্রিন-টু-বডি অনুপাত ৯০.৭ শতাংশ। অনন্যসাধারণ ছবি তোলার জন্য এফ-১৭ ডিভাইসটিতে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং দুর্দান্ত পোর্ট্রেট তোলার জন্য ২ মেগাপিক্সেলের দুটি মনো ক্যামেরা। এ ছাড়া সনি আইএমএক্স৪৭১ সেন্সরের ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় যেকোনো আলোয় তোলা যাবে উজ্জ্বল নান্দনিক সেলফি। তরুণদের সারা দিনের স্মার্টফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যের জন্য আছে শক্তিশালী ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০। কর্মদক্ষতায় পরিপূর্ণ আল্টিমেট ফাংশনে ফোনটি তরুণদের আল্টিমেট ফান প্রদান করবে।
এফ-১৭-এর সঙ্গে একই সময়ে প্রতিষ্ঠানটি সংগীতপ্রেমীদের জন্য নিয়ে এসেছে অপো এনকো ডব্লিউ-৫১। ট্রিপল মাইক্রোফোন নয়েস ক্যান্সেলেশন ও হাইব্রিড অ্যাকটিভ ক্যান্সেলেশনে যেকোনো মিউজিক হবে আরো উপভোগ্য এবং কথা বলার সময় শব্দ হবে আরো শ্রুতিমধুর। অডিও-ভিডিওতে সিনক্রোনাইজেশন ও দ্রুত ট্রান্সমিশনের জন্য আছে বাইনরাল লো-ল্যাটেন্সি। আইপি-৫৪ রেটিং থাকায় ভাবতে হবে না ধুলোবালি নিয়েও। আর এক চার্জে মিউজিক প্লে করা যাবে ২৪ ঘণ্টা পর্যন্ত।