অ্যান্ড্রয়েড অ্যাপে ডার্ক মোড চালু করছে ফেসবুক
অ্যান্ড্রয়েড অ্যাপে ফেসবুকের ডার্ক মোড। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের পর বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড অ্যাপে ডার্ক মোড চালু করতে যাচ্ছে ফেসবুক। এক মুখপাত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ।
ফেসবুকের ওই মুখপাত্র বলেছেন, ‘ব্যবহারকারীরা ডার্ক মোডের জন্য জিজ্ঞাসা করছেন, তাঁদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আমরা এটা বিশ্বব্যাপী চালু করার সিদ্ধান্ত নিয়েছি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাঁদের অ্যাপে এই সেটিং দেখতে পারেন।’
জানা গেছে, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো পুরোপুরি কালো হবে না অ্যান্ড্রয়েড অ্যাপের ডার্ক মোড। লোগো ও আইকনগুলোর জন্য সাদা অ্যাকসেন্টসহ গ্রে-স্কেল নকশা থাকবে।
গেল মে মাসে ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ডার্ক মোড চালু করে ফেসবুক। তার আগে এপ্রিলে জানা গিয়েছিল, ফেসবুক আইওএস এবং আইপ্যাডের মূল প্ল্যাটফর্মের জন্য ডার্ক মোড চালুর প্রক্রিয়া শুরু করেছে।

ফিচার ডেস্ক