অ্যান্ড্রয়েডের ত্রুটি ধরে ৬৫ কোটি রুপি জিতলেন প্রযুক্তিবিদ যুবক

Looks like you've blocked notifications!
আমান পাণ্ডে। ছবি : সংগৃহীত

গুগল অ্যান্ড্রয়েডে প্রায় ৩০০টি ত্রুটি ধরে ৬৫ কোটি রুপি পুরস্কার জিতলেন ভারতের ভোপালের বাসিন্দা আমান পাণ্ডে।

‘বাগসমিরর’ নামের একটি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমান পাণ্ডে। গত বছর গুগলের ‘ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম’ প্রতিযোগিতা হয়। সে প্রতিযোগিতার সেরা হয়েছেন আমান। ২০১৯ থেকেই অ্যান্ড্রয়েডের ত্রুটি ধরার কাজ শুরু করেন আমান। এ পর্যন্ত ২৮০টি ত্রুটি চিহ্নিত করেছেন তিনি। খবর ইন্ডিয়া টাইমসের।

ভোপাল এনআইটি থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশনস, জাভা ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন আমান। সাইবার নিরাপত্তা নিয়ে অনেক দিক ধরেই কাজ করছেন তিনি। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েডের কোথায় কোথায় ত্রুটি রয়েছে যা ভেদ করে সহজেই হ্যাকার শিকার বানাতে পারবে, তা নিয়েও গবেষণা করছেন তিনি।

অ্যাপল, মাইক্রোসফট ও গুগলের মতো বড় বড় সংস্থাগুলো তাদের সফটওয়্যারের ত্রুটি খুঁজে দেওয়ার জন্য পুরস্কার দিয়ে থাকে। সে পুরস্কারের নাম ‘বাগস বাউন্টি’। শুধু আমান নন, এর আগেও অনেকে এমন ত্রুটি খুঁজে বের করে পুরস্কৃত হয়েছেন।