তিন লাখ কোটি ডলার মূল্যের প্রথম কোম্পানি অ্যাপল
আইফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের বাজার মূল্য রেকর্ড তিন লাখ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে স্থানীয় সময় সোমবার অ্যাপল ইনকরপোরেশনের শেয়ারের দাম তিন শতাংশ বেড়ে ১৮২ দশমিক ৮৮ ডলারে কেনাবেচা শুরু হলে এ রেকর্ড তৈরি হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিশ্বের প্রথম কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এই রেকর্ড করল। যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ শীর্ষ ১০ অর্থনীতির দেশে যেকোনো স্থানীয় পণ্যের চেয়ে অ্যাপলপণ্য অধিক বাজার সৃষ্টি করল।
২০১৮ সালেও যুক্তরাষ্ট্রে অ্যাপলের বাজারমূল্য ছিল এক লাখ কোটি মার্কিন ডলার। এরপর ২০২০ সালের আগস্ট মাসে অ্যাপলের বাজার মূল্য দুই লাখ কোটি ডলারে পৌঁছায়। এর মাত্র ১৭ মাসের মাথায় অ্যাপল তিন লাখ কোটি ডলার বাজার মূল্য তৈরি করল।
প্রধান নির্বাহী স্টিভ জবস ২০০৭ সালে অ্যাপল প্রতিষ্ঠার পর থেকে সোমবার পর্যন্ত কোম্পানিটির শেয়ারমূল্য পাঁচ হাজার ৮০০ শতাংশ বেড়েছে।
অ্যাপল ছাড়া চড়া বাজার মূল্যের অন্য হেভিওয়েট প্রযুক্তি কোম্পানিগুলো হলো মাইক্রোসফট, টেসলা, গুগলের অ্যালফাবেট ও এনভিডিয়া।