দুটি নতুন ক্যামেরাকেন্দ্রিক স্মার্টফোন নিয়ে এলো টেকনো

মোবাইল ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাজারে নিয়ে এলো তাদের দুটি নতুন ক্যামেরাকেন্দ্রিক স্মার্টফোন—টেকনো ক্যামন১৫ ও ক্যামন১৫ প্রো।
দুটি ফোনের মধ্যে উল্লেখযোগ্য কমন ফিচার হিসেবে থাকছে এর অসাধারণ ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। যার সঙ্গে ব্যবহার করা হয়েছে আলট্রা নাইট টাইভস চিপ, যা স্বল্প আলোতেও ক্যামেরার ছবিগুলো করবে অনেক বেশি প্রাণবন্ত, নিখুঁত ও উজ্জ্বল।

ক্যামন১৫ প্রো-এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরার সঙ্গে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রি আলট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ক্যামন১৫-এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রি আলট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ক্যামেরার অন্যান্য ফিচার হিসেবে থাকছে বোকেহ মোড, ফেস বিউটি, নাইট শট, শর্ট ভিডিও, এইচডিআর, ফেস ডিটেকশন, এআই বডি শেপিং, কালার ফিল্টার, প্যানোরমা এবং সেলফ টাইমার।

সুন্দর সেলফি তোলার জন্য টেকনো ক্যামন১৫ প্রো-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হিসেবে আছে এর স্বয়ংক্রিয় ৩২ মেগাপিক্সেল পপআপ সেলফি ক্যামেরা এবং ক্যামন১৫-তে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। টেকনো ক্যামন১৫ প্রো ও টেকনো ক্যামন১৫-এর বাংলাদেশের বাজারে মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৯ হাজার ৯৯০ ও ১৫ হাজার ৯৯০ টাকা।
ক্যামন১৫ প্রো ও ক্যামন১৫ ডিভাইস দুটিতে রয়েছে যথাক্রমে ৬.৬ ইঞ্চির একটি ফুল ভিউ ডিসপ্লে এবং ৬.৫৫ ইঞ্চির ডট-ইন ডিসপ্লে, যা দিয়ে অনায়াসেই সারা দিন গেমিং এবং ব্রাউজিং করা যাবে। ডিসপ্লে দুটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাঙ্গেল এককথায় অসাধারণ। আর তাই গেমস এবং মুভি দেখার অভিজ্ঞতা হবে আরো স্বাচ্ছন্দ্যময়।

ক্যামন১৫ প্রো ও ক্যামন১৫ ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে, যা দিয়ে অনায়াসেই সারা দিন গেমিং এবং ব্রাউজিং করা যাবে।
ক্যামন১৫ প্রো-তে আছে ৬ গিগাবাইট র্যামের সঙ্গে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ক্যামন১৫-তে দেওয়া হয়েছে ৪ গিগাবাইট র্যামের সঙ্গে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রোয়েড ১০ পাই অপারেটিং সিস্টেম এবং প্রসেসর হিসেবে আছে হেলিও পি৩৫ এবং হেলিও পি২২ অক্টাকোর প্রসেসর। দুটি ফোনেই অক্টাকোর প্রসেসর এবং পর্যাপ্ত র্যাম থাকার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে কোনো ধরনের ল্যাগিং ছাড়া।

পর্যাপ্ত সিকিউরিটির জন্য স্মার্টফোন দুটিতেই ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি এবং ফেস আনলক ফিচার আছে। এ ছাড়া আরো কিছু স্পেশাল ফিচার আছে, যেমন ডুয়াল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়াল ভোল্ট (নেটওয়ার্ক অ্যানাবল্ড) ইত্যাদি।
টেকনো ক্যামন১৫ প্রো পাওয়া যাচ্ছে দুটি নজরকাড়া রঙে Ice Jadeite ও Opal White এবং ক্যামন১৫ পাওয়া যাচ্ছে Shoal Gold ও Charmnight Purpl—এ দুটি রঙে।